বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

আভদিভকা শহর ঘিরে ফেলছে রুশ বাহিনী

দৈনিক প্রথম সংবাদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৩:০৮ এএম

আভদিভকা শহর ঘিরে ফেলছে রুশ বাহিনী

দোনেৎস্কে প্রবেশের দ্বার হিসেবে বিবেচনা করা হয় আভদিভকা শহরকে

যুক্তরাষ্ট্র সতর্ক করেছে ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আভদিভকা রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে । দুই বছর ধরে চলা এই যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে যেসব জায়গায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে, সেগুলোর একটি এই শহর।

ইউক্রেনের গোলাবারুদের ঘাটতির কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, আভদিভকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

রুশ সেনারা আভদিভকা লড়াইয়ে অগ্রগতি পেয়েছে। তারা শহরটি ঘিরে ফেলার মতো অবস্থায় পৌঁছে গেছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘যত বেশি সম্ভব ইউক্রেনিয়ানদের প্রাণ বাঁচানোর’ জন্য যা যা করা দরকার, তার সবই করার অঙ্গীকার করেছেন।
খবর অনুসারে, আভদিভকা শহরকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কে প্রবেশের দ্বার হিসেবে বিবেচনা করা হয়। রুশ হামলায় শহরটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে।

রুশপন্থী যোদ্ধারা দোনেৎস্ক অঞ্চলের রাজধানী শহর দোনেৎস্কের ২০১৪ সালে নিয়ন্ত্রণে নেন। পরে মস্কো গণভোটের মাধ্যমে এই অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করেছে। 

Link copied!

সর্বশেষ :