বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

ইউক্রেনজুড়ে হামলা জোরদার রাশিয়ার, নতুন এলাকা দখলের দাবি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৪, ০৮:৫৭ এএম

ইউক্রেনজুড়ে হামলা জোরদার রাশিয়ার, নতুন এলাকা দখলের দাবি

ইউরোপে রাশিয়ার সম্পদ জব্দ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আলোচনার মাঝেই ইউক্রেনজুড়ে হামলার মাত্রা জোরদার করেছে পুতিন প্রশাসন। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। এছাড়া নতুন করে পূর্বাঞ্চলের আরও একটি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ বাহিনী।

গেল দেড় মাসের মধ্যে কিয়েভে অন্যতম শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ৩১টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে একাধিক আবাসিক ভবন এবং শিল্প স্থাপনায়। তবে বেশ কয়েকটি হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। মূলত, ইউরোপে রাশিয়ার সম্পদ জব্দ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের আলোচনার জেরেই হামলার মাত্রা জোরদার করেছে পুতিন প্রশাসন। আগামীতে এ পদক্ষেপ বাস্তবায়ন এবং কিয়েভে অস্ত্র সরবরাহ বাড়ালে আগ্রাসন আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 
এদিকে, পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা অভদিভকার নিয়ন্ত্রণে নেয়ার পর আরও অগ্রসর হয়েছে রুশ সেনারা। আভদিভকার সাড়ে আট কিলোমিটার দূরের আরেকটি এলাকা দখলে নেয়ার দাবি পুতিন বাহিনীর। 

 যদিও নতুন করে আরও এক এলাকার নিয়ন্ত্রণ হারানো প্রসঙ্গে কিছু জানায়নি জেলেনস্কি প্রশাসন। 
হার্ভার্ড কেনেডি স্কুলের এক সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালে আক্রমণের পর থেকে ইউক্রেনের ৬৫ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।

 

Link copied!

সর্বশেষ :