রাশিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে। সূত্র জানায়, ইউক্রেনের আক্রমণে কৃষ্ণসাগরে বারবার যুদ্ধজাহাজ হারানোর কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।
ইয়েভমেনভের স্থলাভিষিক্ত হয়েছেন আলেকজান্ডার মইসেয়েভ। তিনি পূর্বে রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের কমান্ডার ছিলেন। এই রদবদলটি গত কয়েক মাসে রাশিয়ার সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ে ঘটা সবচেয়ে বড় পরিবর্তন।
ইউক্রেনীয় বাহিনী ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই ডজনেরও বেশি রুশ যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি করেছে। সম্প্রতি এই মাসের শুরুতেও একটি সামরিক টহল নৌকা ডুবিয়ে দেওয়া হয়।
কৃষ্ণসাগরে বারবার যুদ্ধজাহাজ হারানো মস্কোর জন্য লজ্জাজনক। রাশিয়াকে তাদের ঐতিহাসিক সেভাস্তোপল নৌঘাঁটি থেকে ক্রিমিয়ার জাহাজগুলোকে আরও পূর্বে নভোরোসিস্ক বন্দরে স্থানান্তর করতে বাধ্য করা হয়েছে।
কৃষ্ণসাগরে এই দুর্দশার বিপরীতে পূর্ব ইউক্রেনে রাশিয়ার স্থল আক্রমণ বেশ এগিয়েছে।
আপনার মতামত লিখুন :