দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় নিজ বাসায় পা পিছলে কপালে আঘাত পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে মধ্য কলকাতার সরকারি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) মমতার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।দলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে আঘাতপ্রাপ্ত মমতার ছবিসহ এক পোস্টে বলা হয়েছে, “আমাদের চেয়ারপারসন আঘাত পেয়েছেন। তাকে প্রার্থনায় রাখুন।”
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, মুখ্যমন্ত্রী তার হরিশ চ্যাটার্জির বাড়িতে থাকা অবস্থায় আঘাত পেয়েছেন।হাসপাতালের এক কর্মকর্তা জানান, দক্ষিণ কলকাতার বালিগঞ্জে একটি অনুষ্ঠান থেকে ফিরে আসার পরপরই মুখ্যমন্ত্রী মমতা পিছলে পড়েন। ঘরের একটি আসবাবের সঙ্গে লেগে মাথায় আঘাত পান।তৃণমূলের জেনারেল সেক্রেটারি ও মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।এর আগে ২০২১ সালের মার্চে নন্দীগ্রামে নির্বাচনী প্রচারণায় গিয়ে বাঁ পায়ে ও কাঁধে আঘাত পেয়েছিলেন মমতা।
আপনার মতামত লিখুন :