ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল শনিবার। ভারতের নির্বাচন কমিশন আজ শুক্রবার (১৫ মার্চ) এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছে।
ভারতে আগামী ১৫ জুন শেষ হচ্ছে বর্তমান লোকসভার মেয়াদ। বিধান অনুযায়ী, ওই সময়সীমার আগেই গঠন করতে হবে নতুন লোকসভা। সেই হিসেবে এপ্রিলের মাঝামাঝি ভোট শুরু হতে পারে। এতদিন তফসিল ঘোষণা না হলেও এরইমধ্যে ক্ষমতাসীন বিজেপিসহ রাজনৈতিক দলগুলো নিজেদের তৎপরতা শুরু করেছে।
নির্বাচন কমিশন জানায়, রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে শনিবার বিকেল ৩টায় লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একইসঙ্গে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনেরও তারিখ ঘোষণা করা হবে।
এছাড়াও চলতি বছর হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচন হবে। তবে বছরের শেষদিকে হবে রাজ্য তিনটির ভোট। তাই রাজ্যগুলোর তফসিল পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সম্প্রতি ৩ সদস্যের নির্বাচন কমিশন থেকে অবসরে যান অনুপ চন্দ্র পান্ডে। তার কয়েকদিনের মাথায় হঠাৎ করেই ইস্তফা দেন আরেক নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। এতে বর্তমানে একা একাই দায়িত্ব সামলাচ্ছেন সিইসি রাজীব কুমার।
কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার লোকসভা নির্বাচন হতে পারে ৮ দফায়। সর্বশেষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তফসিল হয়েছিল ওই বছরের ১০ মার্চ। ১১ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত বিভিন্ন রাজ্য ভাগ করে ৭ দফায় ওই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তার আগে লোকসভা নির্বাচন হয় ২০১৪ সালে এবং ভোট হয়েছিল মোট ৯ দফায়।
আপনার মতামত লিখুন :