ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে ফিলিস্তিনের সদস্যপদ পাওয়া নিয়ে জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর বিরোধিতা করার আহ্বান জানায় দেশটি।রোববার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ সালেম উলদ মারজুগের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদান। সেখানে তিনি বলেছেন, ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হতে না দেয়াটা অন্যায্য।
তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই এই অবিচারের বিরোধিতা করতে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে।’মারজুগের সঙ্গে বৈঠক চলাকালে গাজায় চলমান হত্যাযজ্ঞ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ফিদান। বলেন, তুরস্কের মতো মৌরিতানিয়াও ফিলিস্তিনি ইস্যু, বিশেষ করে গাজার পরিস্থিতি এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন দেয়া নিয়ে একটি সংবেদনশীল নীতি গ্রহণ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্ক ও মৌরিতানিয়া গাজা পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনিদের পাশে সব সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।এ ছাড়া গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দুই দেশের প্রচেষ্টা অব্যাহত থাকার ঘোষণাও দেন তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী।
আপনার মতামত লিখুন :