বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

একরাতের হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ ১৩৫ কোটি ডলার!

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৯:৩৩ এএম

একরাতের হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ ১৩৫ কোটি ডলার!

সিরিয়ার ইরানিয়ান কনস্যুলেটে হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে ইসরায়েলে হামলা চালায় ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হলেও এর জন্য বড় ধরনের খরচ করতে হয়েছে তেল আবিবকে। ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রিম আমিনোচ জানান, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো আমরা বিভিন্ন প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করেছি। তবে এর জন্য একরাতে ৪-৫ বিলিয়ন শেকেল (১০৮-১৩৫ কোটি ডলার) ব্যয় হয়েছে।

প্রধান খাতগুলোর কথা উল্লেখ করে বিম আমিনোচ জানান, ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানো প্রতিটি অ্যারো ক্ষেপণাস্ত্রের জন্য ৩৫ লাখ ডলার এবং প্রতিটি ডেভিডস স্লিংয়ের জন্য ১০ লাখ ডলার খরচ হয়েছে। এর বাইরে ড্রোন আটকাতে অংশ নেওয়া বিভিন্ন ধরনের জেট বিমানের জন্যও বড় ধরনের খরচ হয়েছে। সব মিলিয়ে খরচ ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

 

ইরানের হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছিলেন, ইরান থেকে ইসরায়েলে প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছিল, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। তিনি বলেন, ইরানের ছোড়া ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৫টিকে বাধা দেওয়া হয়েছিল। অন্যদিকে ১২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি ছাড়া বাকিগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছিল। ইসরায়েলে ঢুকতে সক্ষম হওয়া ক্ষেপণাস্ত্রগুলো নেভাটিম বিমান ঘাঁটির ক্ষতি সাধন করে।

তবে হাগারি দাবি করেন, ইরান হামলা চালিয়ে ইসরায়েলি বিমান বাহিনীর সক্ষমতা ধ্বংস করতে চেয়েছিল। তবে তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং নেভাটিম ঘাঁটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে কনস্যুলেট ভবন ধ্বংস হওয়া ছাড়াও ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল নিহত হন। এর প্রতিশোধ নিতেই শনিবার গভীর রাতে ইসরায়েলে এই হামলা চালায় তেহরান। সময় ও সুযোগ বুঝে তেল আবিব এ হামলার প্রতিশোধ নেবে বলে জানিয়েছে। এমন পরিস্থিতিতে সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না।

আরও পড়ুন

গত মাসে ৫০০ কোটি ডলারের পণ্য রপ্তানি, প্রবৃদ্ধি ৯.৮৮ শতাংশ


 

Link copied!

সর্বশেষ :