বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ইসরায়েলে দুই শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪, ০৮:৪৩ এএম

ইসরায়েলে দুই শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রোববার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। খবর বিবিসির।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক মিত্ররা ড্রোনের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। ড্যানিয়েল হাগারি বলেন, বিমানটি ইসরায়েলের বাইরে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং এ পর্যন্ত একজন আহত হয়েছেন। বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে, যার ফলে সামরিক স্থাপনায় সামান্য ক্ষতি হয়েছে। তিনি সামরিক স্থাপনা সম্পর্কে আর কোনো তথ্য দেননি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র কেউ আহত হয়েছেন কিনা তা বলেননি। যাইহোক, ইসরায়েলের জরুরী বিভাগ আগে ঘোষণা করেছিল যে ডাক্তাররা 10 বছর বয়সী একটি শিশুর চিকিৎসা করছেন যেটি আরাদ অঞ্চলের একটি বেদুইন পাড়ায় একটি পড়ে যাওয়া বস্তুর দ্বারা আহত হয়েছিল।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন।সে হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে বলে জাননো হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

Link copied!

সর্বশেষ :