বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

কানাডায় নিজের গাড়িতে ভারতীয় শিক্ষার্থীর গুলিবিদ্ধ লাশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪, ০৮:৩৯ পিএম

কানাডায় নিজের গাড়িতে ভারতীয় শিক্ষার্থীর গুলিবিদ্ধ লাশ

ভারতীয় শিক্ষার্থীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কানাডার দক্ষিণ ভ্যানকুভারে নিজের অডি গাড়িতে এক ভারতীয় শিক্ষার্থীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।রোববার (১৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

নিহত চিরাগ আন্তিল (২৪) ২০২২ সালে পড়াশোনার জন্য কানাডা যান। ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট থেকে অল্প কিছুদিন আগে মাস্টার্স শেষ করে কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) পান তিনি।

 ভ্যানকুভার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে জরুরি নাম্বারে ফোন দিয়ে পুলিশকে গুলির আওয়াজের তথ্য দেন স্থানীয়রা। পরে ইস্ট ৫৫ এভিনিউতে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় চিরাগের লাশটি।পুলিশ আরও জানায়, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলাটি এখনও তদন্ত অবস্থায় রয়েছে।

 এদিকে চিরাগের ভাইয়ের বক্তব্যে এঘটনা আরও বেশি চাঞ্চল্যকর হয়ে উঠে গণমাধ্যমগুলোর কাছে। হারিয়ানা নিবাসী রমিত আন্তিল বলেন, তার ভাই (চিরাগ) খুবই হাসিখুশি একজন মানুষ ছিলেন। কারও সঙ্গে তার কোনো বিবাদ ছিল না। প্রতিদিন দিনে ও রাতে, তারা দুজন সারাদিনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন। এমনকি এই ঘটনার কিছু মুহূর্ত আগেও চিরাগের সঙ্গে তার কথা হয় বলে দাবি করেন তিনি।

 এরপর চিরাগ তার অডি গাড়িটি নিয়ে কোথাও যাওয়ার জন্য বের হন। পরে গুলিতে তার মৃত্যুর খবর আসে।রমিত জানান, এই লম্বা সময়ে কখনোই কোনো বিশেষ কিছুর কথা উল্লেখ করেনি তার ভাই। যা থেকে এধরনের ঘটনার আশঙ্কা করা যেতে পারে।এদিকে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অব ইন্ডিয়ার পক্ষ থেকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। তারা বলেন, এ ঘটনার তদন্ত এবং জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে সজাগ দৃষ্টি রাখতে হবে।

Link copied!

সর্বশেষ :