বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

রাজস্থানে ভেঙে পড়ল ভারতের তৈরি যুদ্ধবিমান!

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ১১:২৪ পিএম

রাজস্থানে ভেঙে পড়ল ভারতের তৈরি যুদ্ধবিমান!

রাজস্থানে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি

 ভারতের রাজস্থানের জয়সলমেরে ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এতে কেউ হতাহত হয়নি। দুই পাইলটের একজন সামান্য আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর এএনআই।

মঙ্গলবার (১২ মার্চ) প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় বিমানবাহিনীর ‘লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) মডেলের তেজস যুদ্ধবিমানটি। জয়সলমেরের জওহরনগরের একটি পরিত্যক্ত এলাকায় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ জয়সলমেরের একটি হোস্টেলের মাঠে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। মুহূর্তেই তাতে আগুন লেগে যায় এবং দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

ভারতীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলা হয়েছে, বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে একজন নিরাপদে বের হয়ে আসেন। অন্যজনকেও পরে উদ্ধার করা হয়। তিনি সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় কোর্ট অব এনকোয়ারি গঠন করা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে।

মঙ্গলবারের এই দুঘর্টনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দুর্ঘটনার কবলে পড়ল দেশীয়ভাবে নির্মিত যুদ্ধবিমানটি। তেজস ভারতীয় প্রযুক্তিতে তৈরি ‘মাল্টি রোল সুপারসনিক’ যুদ্ধবিমানটি ওজনে বেশ হালকা। এটি নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। গত বছরের অক্টোবরে তেজসের মার্ক-১ ফাইটার জেটের দু’আসন বিশিষ্ট প্রশিক্ষণ সংস্করণটি বিমানবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। তেজসের নৌ সংস্করণ রয়েছে বলেও জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান।

Link copied!

সর্বশেষ :