পাকিস্তানের বর্তমান সরকার চার থেকে পাঁচ মাসের বেশি স্থায়ী হবে না বলে ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। শাহবাজ শরিফের নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন হলে আদিয়ালা কারাগার থেকে তার মুক্তির পথ প্রশস্ত হবে বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় শুনানির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, সরকার বেশি দিন টিকবে না বলেই পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মন্ত্রিসভায় যোগ দেয়নি।
দুর্নীতির মামলা প্রসঙ্গে ইমরান দাবি করেন, তার বিরুদ্ধে করা মামলায় সিদ্ধান্ত এরইমধ্যে নেয়া হয়ে গেছে। এখন যেসব আইনিপ্রক্রিয়া হচ্ছে, তা শুধুই আনুষ্ঠানিকতা।
নিজের বিরুদ্ধে করা মামলাকে ভিত্তিহীন দাবি করেন পিটিআিই’র প্রতিষ্ঠাতা বলেন, বর্তমান পরিস্থিতি পুরো শাসনব্যবস্থাকে উন্মোচিত করেছে। সবকিছুতে কারসাজি করা হয়েছে। নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, স্টাবলিশমেন্ট (সেনাবাহিনী)-সবাই একযোগে এতে জড়িত ছিল।
বর্তমানে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের তিক্ত সম্পর্কের বিষয়ে দুঃখ প্রকাশ করেন ইমরান খান। এই পরিস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বেড়ে যাবে বলে জানান তিনি।গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশিসংখ্যক আসনে জয় পেয়েছেন। তবে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অন্য কয়েকটি দল নিয়ে জোট সরকার গঠন করে। জোট সরকারকে সমর্থন করলেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশ নেয়নি পিপিপি। তবে জোট সরকারে সমর্থনের বিনিময়ে প্রেসিডেন্ট হয়েছেন দলটির নেতা আসিফ আলি জারদারি।
আপনার মতামত লিখুন :