বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ০৯:৫৯ এএম

উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর

জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। ছবি : সংগৃহীত

কার্বন নিঃসরণের মাত্রা কমাতে উন্নত দেশগুলোকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। বার্লিনে জলবায়ু সংলাপে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।শুক্রবার (২৬ এপ্রিল) বার্লিনে অনুষ্ঠিত পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগ ইন বার্লিন বা জলবায়ু সংলাপের ফাঁকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ।

এসময় তিনি জলবায়ু পরিবর্তনের ফলে নানাভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের উন্নয়শীল তৃতীয় ও অনুন্নত দেশগুলোকে অচিরেই ক্ষতিপূরণ বুঝিয়ে দেয়ার বিষয়টি তুলে ধরেন।তিনি বলেন, ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের সময় আর ২০২৪ সাল এক নয়। তাই জলবায়ু তহবিল গঠন ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর মাঝে বণ্টর এখন সময়ের দাবি।

জার্মানির চ্যান্সেলর বলেন, দেখুন জলবায়ু বিষয়ক উচ্চ পর্যায়ের অভিজ্ঞ বিশেষজ্ঞ দলের মতে বিশ্বের অর্থনীতিতে দুর্বল দ্রুত উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুর ক্ষতি পুষিয়ে নিতে ২০৩০ সালের মধ্যে অন্তত ২ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোতে সম্মিলিত প্রচেষ্ঠাই পারে জলবায়ুর তহবিল সমস্যার সমাধানে এগিয়ে আসতে।

আজারবাইজানের রাষ্ট্রপ্রধান আলিয়েভের সঙ্গে বৈঠকে শলজ আরও বলেন, জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অনেক দেশের ঋণের বোঝা নিয়েও জার্মানি ওয়াকিবহাল। এমন পরিস্থিতিতে ঋণগ্রস্ত বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও সমন্বিত একটা আধুনিক পরিকল্পনা নিয়ে নিয়ে এগিয়ে গেলে বিশ্বের মধ্যম আয়ের দেশগুলোতে ঋণের বোঝা থেকে কিছুটা রেহাই পাবে।

আগামীতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে এজেন্ডা নির্ধারণে বাৎসরিক এই পিটার্সবার্গ সংলাপ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা।

Link copied!

সর্বশেষ :