বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ কুরআন শিক্ষা কেন্দ্রের সুধী সমাবেশ কুয়েতে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪, ০৯:৪৩ পিএম

বাংলাদেশ কুরআন শিক্ষা  কেন্দ্রের সুধী সমাবেশ কুয়েতে

কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ

কুয়েতে অবস্থিত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিক ও সাংবাদিকদের সম্মানে সুধী সমাবেশের আয়োজন করেছে সেখানকার বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র।শনিবার (১৩ এপ্রিল) কুয়েতের ফারওয়ানিয়া সেফ নওশাদ রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কুরআন শিক্ষা কেন্দ্র কুয়েতের পরিচালক জনাব হাফিজ মাওলানা নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ মসজিদ বোর্ডের প্রতিনিধি ও তামিরুল মালাত মাদ্রাসার ভাইস চ্যান্সেলর ড. খলিলুর রহমান মাদানী।
এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতি নাগরিক, ছানছাবিল সাহায্য সংস্থার চেয়ারম্যান শাঈখ ড. আহমদ আল ফারসী।শামসুদ্দোহার পরিচালনায় অনুষ্ঠানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা নিয়ে আলোচনাসহ অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা।

 


 

Link copied!

সর্বশেষ :