বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ইমরান খানসহ দলের নেতাদের মুক্তি চাইল গহর খান

দৈনিক প্রথম সংবাদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১২:০০ এএম

ইমরান খানসহ দলের নেতাদের মুক্তি চাইল গহর খান

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ দলের যেসব নেতা-কর্মীরা কারাগারে বন্দি তাদের মুক্তির দাবি জানিয়েছেন তাদের দল তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)’র বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান।

রবিবার তিনি এ দাবি করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। গতকাল পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নির্বাচন নিয়ে বক্তব্য প্রদানের পর গহর খান আজ এ দাবি করলেন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে গতকাল কথা বলেছেন সেনাপ্রধান আসিম মুনির। এতে তিনি বলেন, মেরুকরণ এবং নৈরাজ্যের রাজনীতি থেকে সরে আসার জন্য আমাদের হাতকে ঐক্যবদ্ধ করতে হবে।
জেনারেল আসিম মুনির নির্বাচনকে ‘হেইলিং টর্চ’ বলে মন্তব্য করেন। তার এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার গহর বলেন, তাহলে দেশের কোনো রাজনৈতিক নেতাকে কারাগারে থাকা উচিত নয়।

ইমরান খানের হয়ে কোর্টে লড়াই করছেন ব্যারিস্টার গহর খান। এছাড়া দলকে নেতৃত্ব দিচ্ছেন। আরব নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে গহর খান এসব কথা বলেন। ওই সাক্ষাতকারে তিনি দলের ভবিষ্যত নিয়েও কথা বলেন।

Link copied!

সর্বশেষ :