বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

রাশিয়ায় বুথে আগুন, ব্যালট বাক্সে কালি ঢেলে প্রতিবাদ; গ্রেপ্তার ৮

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ১১:৩৩ পিএম

রাশিয়ায় বুথে আগুন, ব্যালট বাক্সে কালি ঢেলে প্রতিবাদ; গ্রেপ্তার ৮

রাশিয়ায় ভোটের প্রথমদিনে ব্যালট বাক্সে কালি ঢেলে দিচ্ছেন এক নারী

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার (১৫ মার্চ)। তিনদিনব্যাপী এই ভোটের প্রথম দিনে ভোটকেন্দ্রে পেট্রল বোমা নিক্ষেপ, বুথে আগুন দিয়েছে প্রেসিডেন্ট পুতিনের বিরোধীরা। শুধু তাই নয়, ব্যালট বাক্সের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে সবুজ কালি। এসব ঘটনায় পুলিশ নারীসহ অন্তত ৮ জনকে গ্রেপ্তার করেছে। খবর বিবিসির।

রাশিয়ার কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের প্রথম দিনে ভোটকেন্দ্রে গণ্ডগোলের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বেশিরভাগ ঘটনা ঘটেছে মস্কোর ভোট কেন্দ্রে, দক্ষিণ রাশিয়ার ভোরোনেজ এবং উত্তর ককেশাসের কারাচে-চের্কেসিয়া অঞ্চলে।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের ডেপুটি চেয়ারম্যান নিকোলাই বুলায়েভ জানান, শুক্রবার ভোটের প্রথম দিন পাঁচ-ছয়টি ঘটনা ঘটেছে। এরমধ্যে কয়েকজন ব্যালট বাক্সের মধ্যে তরল রঙ ঢেলে দিয়েছেন।

এসব ঘটনার ফুটেজ ছড়িয়ে পড়েছে অনলাইনে। দেখা গেছে, সেন্ট পিটার্সবার্গের একটি ভোটকেন্দ্রের ভেতরে একজন নারী পেট্রোল বোমা নিক্ষেপ করছেন।

ভিডিওতে মস্কোর কয়েকটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্সে তরল রঙ ঢেলে দিতে দেখা যায়। অন্য একটি বুথে দেখা যায়, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, পরে একজন কর্মকর্তা ভোটের বাক্স সরিয়ে ফেলেন।

এসব ঘটনায় নির্বাচনী কর্মকর্তারা আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যালট বাক্সে আগুন দেওয়া ও নষ্ট করার দায়ে আটক ব্যক্তিদের পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।

নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা বলেন, নাশকতাকারীরা দুর্বৃত্ত। ব্যালট বাক্সে রঙ ঢালা কয়েকজনকে আটক করার পর তারা স্বীকার করেছেন, অর্থের বিনিময়ে তারা এটি করেছেন।

এ নির্বাচনের মাধ্যমে আরও ছয় বছরের জন্য ক্ষমতায় থাকতে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভোটকেন্দ্রে আগুন, ব্যালটে কালি ঢালা পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ কিনা, সে বিষয়ে কিছু বলেননি কর্মকর্তারা।

তবে জানা গেছে, ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে অনেকে ব্যালট বাক্সে কালি ঢেলে দিয়েছেন। টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ব্যালট বাক্স ভাংচুরকারী ব্যক্তিদের কয়েকজন ইউক্রেনপন্থী স্লোগান দেন।

এদিকে গত মাসে কারাবন্দি অবস্থায় মারা যাওয়া পুতিনবিরোধী নেতা আলেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া রুশ ভোটারদের আহ্বান জানিয়েছেন, নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভোটের শেষদিন রবিবার দুপুরে গণহারে ভোটকেন্দ্রে যাওয়ার।

পুতিনকে পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দিতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া।

Link copied!

সর্বশেষ :