বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে পর্যটকের মৃত্যু,

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:১৯ পিএম

সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে পর্যটকের মৃত্যু,

সেলফি তোলার জন্য পোজ দেয়ার সময় গাছের ডালে ধাক্কা খেয়ে পড়ে যান চীনা পর্যটক। ছবি: সংগৃহীত

আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য অনেকেই ঝুঁকিপূর্ণ কাণ্ড ঘটিয়ে থাকেন। সেলফি তোলা, রিল বানানো কিংবা ভ্লগ তৈরি করতে গিয়ে অনেক সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সম্প্রতি এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, চীনের এক নারী পর্যটক শ্রীলঙ্কার উপকূলীয় রেললাইনে ট্রেন ভ্রমণের সময় ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের বাইরে পোজ দিচ্ছিলেন। ট্রেনের হাতল ধরে বাইরে ঝুলে ঝুলে যাচ্ছিলেন তিনি, আর সেই মুহূর্তে একটি সেলফি নিতে চেয়েছিলেন। তার চুল বাতাসে উড়ছিল, চোখ বন্ধ করে নিজেকে বাতাসের সঙ্গে মিলিয়ে দেওয়ার মতো পোজ দিচ্ছিলেন।

কিন্তু সেই আনন্দ মুহূর্তই পরিণত হয় দুঃস্বপ্নে। হঠাৎ করেই একটি গাছের ডালের সঙ্গে তার মাথায় ধাক্কা লাগে এবং ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান ওই পর্যটক। মুহূর্তের মধ্যেই ট্রেনের সহযাত্রীরা চিৎকার করতে শুরু করেন।

একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, "একজন চীনা পর্যটক শ্রীলঙ্কার উপকূলীয় রেললাইনে ভ্রমণের সময় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ভিডিও রেকর্ড করার চেষ্টা করার সময় গাছের ডালে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে যান তিনি।"

এ ঘটনার ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ ভিডিওটি দেখে হতবাক হয়েছেন এবং বিপজ্জনক সেলফির প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি যখন পরবর্তী স্টেশনে থামে, তখন কিছু সহযাত্রী দুর্ঘটনাস্থলে ফিরে যান এবং আহত পর্যটককে সাহায্য করার চেষ্টা করেন। তিনি ঝোপের মধ্যে পড়েছিলেন এবং সৌভাগ্যবশত বেঁচে গেছেন বলে জানায় পুলিশ।

পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়, "সৌভাগ্যবশত তিনি একটি ঝোপের ওপর পড়েছিলেন এবং অলৌকিকভাবে বেঁচে গেছেন। তার শরীরে মারাত্মক কোনো আঘাত লাগেনি।"

এই ঘটনার পর শ্রীলঙ্কার স্থানীয় পুলিশ ট্রেনের যাত্রীদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, "ভ্রমণের সময় চারপাশের অবস্থা সম্পর্কে সতর্ক থাকুন এবং নিজেকে অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলবেন না।"

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পর্যটকের প্রতি সহানুভূতি দেখালেও, অনেকেই শুধুমাত্র একটি রিল বা সেলফির জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলার প্রবণতাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, "একটি সেলফির জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলা কতটা বোকামি! আশ্চর্যের বিষয় হলো, তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন।"

আরেকজন মন্তব্য করেছেন, "এই ধরনের ঘটনা দেখে বারবার মনে হয়, সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কতটা অপ্রয়োজনীয় ঝুঁকি নিচ্ছি!"

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা অনেকের মধ্যে বেপরোয়া মানসিকতা তৈরি করেছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণের ফল যে কতটা ভয়াবহ হতে পারে, সেটিই আবারও প্রমাণ হলো এই ঘটনায়। তবে সৌভাগ্যবশত চীনের এই পর্যটক প্রাণে বেঁচে গেছেন। কিন্তু ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্ক হওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

Link copied!

সর্বশেষ :