বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

গাজায় গণহত্যা বন্ধের আহ্বান কিউবার প্রেসিডেন্টের

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৮:১৪ পিএম

গাজায় গণহত্যা বন্ধের আহ্বান কিউবার প্রেসিডেন্টের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। শনিবার (৩০ মার্চ) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে এই আহ্বান জানান তিনি।

বিশ্বের যে কয়জন নেতা গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ও ফিলিস্তিনি হত্যাযজ্ঞের বিরুদ্ধে উচ্চকণ্ঠ তাদের একজন কিউবার প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল। একই সঙ্গে ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসছেন তিনি।

 শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি শেয়ারের পাশাপাশি গাজা গণহত্যা নিয়ে নিজের মন্তব্য জানান প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল। ছবিতে রাজধানী হাভানার হোসে মার্টি মেমোরিয়াল স্মৃতিশৌধে ফিলিস্তিনি পতাকা দেখা যাচ্ছে।

 প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল লিখেছেন, 

যতক্ষণ না ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলি দখলদারিত্ব, রক্তপাত ও ধ্বংস অব্যাহত থাকবে, ততক্ষণ আমাদের এই অপরাধের নিন্দা জানানো থামবে না। কিউবা অবিলম্বে গাজা গণহত্যার অবসান চায়।

রোববার (৩১ মার্চ) গাজায় ইসরাইলি আগ্রাসন ও হত্যাযজ্ঞ ১৭৭তম দিনে গড়িয়েছে। নির্বিচার বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮০ জন নিহত হয়েছেন। মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮২ জনে। 

 এদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) শনিবার জানিয়েছে, গাজায় সংঘাত শুরু থেকে এখন পর্যন্ত সংস্থাটির ২৬ সদস্যকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

 সংস্থাটি বলছে, গেল বছরের ৭ অক্টোবরের পর থেকে তাদের প্রায় ১৫ জন কর্মী মানবিক দায়িত্ব পালনের সময় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। সে সময় তারা রেড ক্রিসেন্টের পোশাক পরা ছিলেন। তারপরেও তাদের ওপর হামলা চালানো হয়েছে।এদিকে রোববার (৩১ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজার তথ্য দফতর জানিয়েছে, উপত্যকার সবচেয়ে বড় আল শিফা হাসপাতালে ইসরাইলি বাহিনীর ১৩ দিনের অভিযানে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

Link copied!

সর্বশেষ :