বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ঈদের চাঁদ দেখতে সৌদি আরবের নাগরিকদের উৎসাহিত করা হয়েছে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪, ০৬:২১ পিএম

ঈদের চাঁদ দেখতে সৌদি আরবের নাগরিকদের উৎসাহিত করা হয়েছে

মাসগুলো নির্ধারিত হয় চাঁদের আবির্ভাবের ওপর।

সৌদি নাগরিকদের ঈদের চাঁদ দেখতে উৎসাহিত করা হয়েছে। আগামী সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সরকার। খবর আরব নিউজ শনিবার (৫ এপ্রিল) নাগরিকদের কাছে এই আবেদন জানিয়েছে। আগামী সোমবার সৌদি আরবে রমজান মাসের ২৯তম দিন। এদিন শাওয়ালের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদ উদবিত্র রমজান যাপিত হবে।

এদিন চাঁদ দেখা না গেলে ৩০টি রোজা পূর্ণ হবে এবং বুধবার (১০ এপ্রিল) ঈদ উদযাপিত হবে। রমজান আরবি ক্যালেন্ডারের নবম মাস। আরবি মাস 29 এবং 30 দিন নিয়ে গঠিত। আর মাসগুলো নির্ধারিত হয় চাঁদের আবির্ভাবের ওপর। সৌদি আরবে ১৪৪৫ হিজরি সালের ১১ মার্চ রমজানের চাঁদ দেখা যায়। রোজা শুরু হয় 12 মার্চ। গত বছর, সৌদি আরবে রমজান 29 দিন স্থায়ী হয়েছিল, যার অর্থ 29 দিন রোজা। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে 30টি পোস্ট পরিলক্ষিত হয়েছে।

ইসলামের পীঠস্থান হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুসলমানরা সৌদি আরবে চাঁদ দেখার জন্য খুবই আগ্রহী। কারণ সৌদি আরবে চাঁদ দেখা গেলে পরদিন তাদের দেশেও ঈদ হবে বলে তারা প্রায় নিশ্চিত।

 

 


 

Link copied!

সর্বশেষ :