বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

চীনে বেড়েছে বিয়ের হার, তবু কাটছে না শঙ্কা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০৮:৩৭ পিএম

চীনে বেড়েছে বিয়ের হার, তবু কাটছে না শঙ্কা

কয়েক দশক ধরেই চীনা তরুণ-তরুণীদের মধ্যে বিয়ে করার প্রবণতা কমে গেছে। তবে, গত বছর অর্থাৎ ২০২৩ সালে হঠাৎ করেই যেন এ প্রবণতা বেড়েছে।

গত এক দশকে এই প্রথম চীনে বিয়ের হার বেড়েছে। দেশটির সরকারি এক হিসাব থেকে জানা যায়, আগের বছরের চেয়ে ২০২৩ সালে বিয়ে বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ। 

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে এ তথ্য প্রকাশ করে চীনের মিনিস্ট্রি অব সিভিল অ্যাফেয়ার্স। পরিসংখ্যান মতে, গত বছর দেশটিতে বিয়ে করেছেন ৭৬ লাখ ৮০ হাজার চীনা দম্পতি। ২০২২ সালের চেয়ে গত বছর ৮ লাখ ৪৫ হাজার বেশি দম্পতি বিয়ে করেছেন। তবে এখনো ২০১৩ সালের রেকর্ড ছাড়ানো যায়নি। ওই বছর বিয়ে হয়েছিল ১৩০ কোটির বেশি চীনা দম্পতির। 
অবশ্য এই পরিসংখ্যান প্রকাশের আগেই চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছিলেন, দেশটিতে সঠিক পরিবেশ ও পদ্ধতিতে জনসংখ্যার বিষয়টি দেখা হবে। এ নিয়ে আইনপ্রণেতারাও কাজ করছেন। কারণ, আগামী বছরগুলোতে চাকরিজীবীদের বিরাট একটা অংশ অবসরে যাবেন। তাদের জায়গায় নেয়ার মতো লোক দেশটিতে কম। 

 চীনের জনসংখ্যা দীর্ঘদিন ধরেই কমে আসছে। ২০২৩ সালে টানা দ্বিতীয় বছরের মতো দেশটির জনসংখ্যা হ্রাস পায়। এর কারণ রেকর্ড কম জন্মহার ও করোনায় মৃত্যু। প্রশাসনের আশঙ্কা, এটি চীনের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।

 

Link copied!

সর্বশেষ :