উত্তর আফ্রিকা থেকে আসা বাতাসের ধূলিকণায় কমলা হয়ে গিয়েছিল গ্রিসের রাজধানী এথেন্স।সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভূমধ্যসাগরজুড়ে ধূলিকণার মেঘ অ্যাক্রোপলিসসহ এথেন্সের বিভিন্ন জায়গাকে মঙ্গলবার (২৩ এপ্রিল) গ্রাস করে ফেলে। এর ফলে কমলা রঙে পরিণত হয় দক্ষিণ গ্রিসের আকাশ।
প্রতিবেদন অনুসারে, প্রবল বাতাসে সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধূলিকণা এদিন এথেন্সের বায়ুমণ্ডলকে করে তোলে ‘মঙ্গলগ্রহের মতো’ রঙের। মঙ্গলবার ক্রিটের দক্ষিণাঞ্চলীয় দ্বীপের কিছু অংশে দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা উত্তর গ্রিসজুড়ে নিবন্ধিত তাপমাত্রার চেয়ে ২০ ডিগ্রি সেলসিয়াস বেশি।
সম্প্রতি এমন বাতাসের কারণে গ্রিসের দক্ষিণাঞ্চলে দাবানলও ছড়িয়ে পড়েছে। গ্রিসের ফায়ার সার্ভিস বিভাগ মঙ্গলবার জানিয়েছে, গেল ২৪ ঘন্টায় সারা দেশে মোট ২৫টি দাবানল ছড়িয়েছে।জানা যায়, বাতাসে সবচেয়ে বেশি ধূলিকণা যুক্ত হয় আফ্রিকা থেকে এবং তা প্রায় ৫০ শতাংশ। এর পরেই আছে এশিয়া, যেখান থেকে বায়ুমণ্ডলে প্রায় ৪০ শতাংশ ধূলিকণা যুক্ত হয়। ধূলিকণার দ্বিতীয় প্রধান একক উৎস চীন ও মঙ্গোলিয়ার গোবি মরুভূমি।
আপনার মতামত লিখুন :