বাংলাদেশ শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

মুরগি কি আসলেই পাখি? এ নিয়ে আদালতে মামলা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৭:১০ পিএম

মুরগি কি আসলেই পাখি? এ নিয়ে আদালতে মামলা

মুরগি কি আসলেই পাখি? আদালত পর্যন্ত গড়াল বিতর্ক

মুরগি কি পশু, নাকি পাখি—এই প্রশ্ন ঘিরে আদালত পর্যন্ত গড়াল বিতর্ক। সম্প্রতি গুজরাট হাইকোর্টে এক অভিনব মামলা দায়ের করা হয়, যেখানে অভিযোগ ওঠে কসাইখানায় জীবন্ত পশু রাখা অবৈধ হলেও মুরগি কেন সেখানে রাখা হচ্ছে। মামলাকারীর দাবি ছিল, মুরগিও পশুর সংজ্ঞার মধ্যে পড়ে, তাই এটি আইনত অপরাধ।

তবে পাল্টা যুক্তি দিতে গিয়ে সরকার পক্ষের আইনজীবীরা জানান, মুরগি আসলে পাখি। ফলে জীবন্ত অবস্থায় আটকে রাখা কোনো অপরাধ নয়। এ নিয়ে আদালতে কয়েক মাস ধরে চলে উত্তপ্ত তর্ক-বিতর্ক

কেন এমন মামলা?

ভারতের আইনে কোনো জীবন্ত পশু কসাইখানায় রাখা নিষিদ্ধ। মামলাকারী দাবি করেন, দেশের নানা প্রান্তে মুরগির দোকানে জীবন্ত মুরগি রাখা হয়। এ নিয়ে আইনি পদক্ষেপের দাবিতেই মামলা করা হয়।

আদালতের রায়

শেষ পর্যন্ত সরকার পক্ষ জানিয়ে দেয়, মুরগিকে ‍‍`পশু‍‍` হিসেবে ধরা হবে এবং সেই অনুযায়ী আইন কার্যকর হবে।

আইনি নির্দেশনার অভাব

এতকিছুর পরও মুরগির দোকানে জীবন্ত মুরগি রাখার বিষয়টি বন্ধ হয়নি। কারণ সরকার এ নিয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা জারি করেনি। যদিও আদালতে এই মামলার নিষ্পত্তি হয়েছে, তবে বিষয়টি নিয়ে বিতর্ক যেন শেষ হওয়ার নয়।

Link copied!

সর্বশেষ :