বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

ইসরাইলগামী ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ১০:৪১ এএম

ইসরাইলগামী ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ইরান-ইসরাইল দ্বন্দ্বের জেরে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে তেল আবিবগামী সব ফ্লাইট বাতিল করেছে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।শুক্রবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তেল আবিবে নিজেদের পরিষেবা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে চলতি মাসে এয়ার ইন্ডিয়ার কোন ফ্লাইট তেল আবিবের উদ্দেশ্যে রওনা দেবে না এবং সেখান থেকে কোন ফ্লাইট ভারতে আসবে না।

 যাত্রী সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। এর আগে, গত সপ্তাহে দিল্লি এবং তেল আবিবের মধ্যে ফ্লাইট চলাচল বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।বিমান সংস্থা আরও জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখছে তারা। যেসব যাত্রী এরইমধ্যে টিকিট কেটেছেন তাদের সাহায্য করবে বিমান সংস্থা। টিকিট বাতিলের জন্য অতিরিক্ত খরচ নেয়া হবে না।

 চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জবাবে ইসরাইল ইরানের ইসফাহানে হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে। তবে ইরান সরকার তা অস্বীকার করেছে। ইসরাইলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য আসেনি।

Link copied!

সর্বশেষ :