ভারতের কাশ্মীরে নৌকাডুবি হয়ে অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু ও এক নারীও রয়েছেন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।স্থানীয় কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালের দিকে কাশ্মীরের শ্রীনগরের ঝিলাম নদী পার হতে গিয়ে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ১৫ জন যাত্রী ছিল যাদের মধ্যে কয়েকটি শিশু ছিল যারা স্কুলে যাচ্ছিল।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শিশুসহ এখনো তিনজন নিখোঁজ রয়েছে।শ্রীনগরের ম্যাজিস্ট্রেট বিলাল মোহি-উদ-দিন ভাট বিবিসিকে বলেছেন, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি নৌকাটিতে ১৫ জন যাত্রী ছিলেন। তবে, এর আগে নৌকাটিতে ২০ জন যাত্রী থাকার যে খবর পাওয়া গিয়েছিল, তা সঠিক নয় বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, যাত্রীদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আরও তিনজন বাড়ি চলে গিয়েছে।উদ্ধার অভিযান এখনো চালু আছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :