কক্সবাজারের টেকনাফে চোরাইপথে মিয়ানমারে পাচারকালে ১১ টি ড্রাম ভর্তি ৫৭২ লিটার অকটেন উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে টেকনাফের কে কে পাড়ায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, কক্সবাজার টেকনাফের নাফ নদী দিয়ে মিয়ানমারে জ্বালানি তেল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভাস্থ কে কে পাড়ায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কস্তুরী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রাস্তার ওপর থাকা একটি গাড়িতে তল্লাশী করে ১১টি ড্রামে ভর্তি ৫৭২ লিটার অকটেন উদ্ধার করা হয়।এসময় র্যাবের অভিযান টের পেয়ে গাড়ির মালিক, চালক ও পাচারকারিরা পালিয়ে যায়। তবে তাদেরকে শনাক্তের পাশাপাশি গ্রেফতারে অভিযান চলছে।
পাচার কাজে ব্যবহৃত গাড়ি এবং উদ্ধার হওয়া অকটেন টেকনাফ স্থল শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাবের এ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :