মালয়েশিয়ার লুমুত শহরে রয়্যাল মালয়েশিয়ান নেভি (আরএমএন) ঘাঁটিতে কুচকাওয়াজের মহড়া দেওয়ার সময় মাঝ আকাশে দেশটির নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর ফলে হেলিকপ্টারের ১০ জন ক্রু নিহত হয়েছে। ২৩ এপ্রিল, মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার নৌবাহিনী।
মালয়েশিয়ান পত্রিকা নিউ স্ট্রেইটস টাইমস এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টা ৩২ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই সকলে মারা গেছেন। তাদের মৃতদেহ শনাক্তকরণের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে নৌবাহিনীর ৩ জন নারী কর্মকর্তাও রয়েছেন।
খবরে আরও বলা হয়েছে, আরএমএন মেরিটাইম অপারেশনস হেলিকপ্টারে সাতজন ক্রু ছিলেন। এছাড়া আরএমএন ফেনেক হেলিকপ্টারে তিনজন ক্রু ছিলেন।
এদিকে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলেছে, এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :