ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে আগামী ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সকল ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় ১৭ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: আধা ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বাড়ল ৩৭ পয়েন্ট
সরকারি ছুটি ঘোষিত হওয়ায় ওই এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের সকল শাখা ও উপশাখা ১৭ এপ্রিল বন্ধ রাখা হবে। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আপনার মতামত লিখুন :