বাংলাদেশ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

এস আলম গ্রুপের আড়াই লাখ কোটি টাকার লেনদেন: এনবিআর

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৯:০৭ পিএম

এস আলম গ্রুপের আড়াই লাখ কোটি টাকার লেনদেন: এনবিআর

এস আলম শিল্পগোষ্ঠীর ব্যাংক হিসাবে ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। এই লেনদেনের তথ্য চূড়ান্ত করতে এনবিআরের সাতজন কর্মকর্তা গত এক মাসে ১০টি কম্পিউটারে কাজ করেও তথ্য এন্ট্রি শেষ করতে পারেননি।

এই তথ্য জানানো হয় আগারগাঁওয়ের এনবিআর ভবনে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট আয়োজিত ‘মানি লন্ডারিং ও কর ফাঁকি রোধে পারস্পরিক সহযোগিতা’ শীর্ষক কর্মশালায়। কর্মশালায় এনবিআরের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানান, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত এস আলম গ্রুপের ব্যাংক হিসাবে স্থিতি ছিল ৩৬ হাজার কোটি টাকা, যার বিপরীতে ৬ হাজার ৭৮১ কোটি টাকা সুদ পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে এসব অর্থের বড় অংশ আয়কর নথিতে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করা হয়। এনবিআর বিষয়টি নিয়ে কাজ করছে বলে তিনি জানান।

আহসান হাবিব ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘অলিগার্করা আর ফিরে আসবে না। আপনারা সন্দেহভাজন কর ফাঁকিবাজদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।’ তিনি অভিযোগ করেন, কর ফাঁকির তথ্য দিতে অনেক ব্যাংক কর্মকর্তা গড়িমসি করছেন।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ব্যাংকের আইনি দায়িত্ব এনবিআরের চাহিদা অনুযায়ী তথ্য দেওয়া। তথ্য না দিলে ব্যাংকগুলো খেলাপি প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তদন্তে নামে এনবিআর। এস আলম গ্রুপ ছাড়াও বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ ও নাসা গ্রুপের বিরুদ্ধে তদন্ত চলছে।

এনবিআর সূত্র জানায়, দেশের শীর্ষ ব্যবসায়ীদের কর ফাঁকি ও মানি লন্ডারিংয়ের তথ্য খতিয়ে দেখার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Link copied!

সর্বশেষ :