বাংলাদেশ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনে এনবিআরের রেকর্ড

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১১:৫২ পিএম

ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনে এনবিআরের রেকর্ড

একদিনে ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনে এনবিআরের রেকর্ড

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার একদিনে ১,৭২৩টি ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন সনদ প্রদান করেছে। নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উৎপাদক শ্রেণীতে ৪৬টি, সেবাগ্রহীতা ৮৬২টি, খুচরা ও পাইকারি বিক্রেতা ৫০০টি, আমদানিকারক ২৯টি, রপ্তানিকারক ০৯টি ও অন্যান্য ২৭৭টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

নিবন্ধনের কার্যক্রমের পটভূমি

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসের ৬ ফেব্রুয়ারি এনবিআরের চেয়ারম্যান ভ্যাটের আওতা বৃদ্ধিতে ভ্যাট কমিশনারদের নির্দেশনা দেন। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে মাঠপর্যায়ের সকল ভ্যাট কমিশনার নতুন করদাতা শনাক্ত করতে কাজ করছেন।বৃহস্পতিবার সারাদেশে নতুন নিবন্ধন নেওয়া ব্যবসায়ীদের মধ্যে চট্টগ্রাম কমিশনারেট ৫৭৯, ঢাকা (উত্তর) ১৮০, ঢাকা (পশ্চিম) ২৬৬, খুলনা ১৯৫, রাজশাহী ৫০, যশোর ৪৭, রংপুর ৪১, কুমিল্লা ২৭, ও ঢাকা (দক্ষিণ) ৭১ জন অন্তর্ভুক্ত রয়েছে।

রাজস্ব আদায়ে সরকারের লক্ষ্য

এতে বলা হয়েছে, রাজস্ব আদায়ে সরকারের নতুন নীতি ও দিক-নির্দেশনা বাস্তবায়নে এনবিআর সক্রিয়ভাবে কাজ করছে। কর জিডিপি অনুপাত বৃদ্ধি, কর আদায় সন্তোষজনক ও করজাল বিস্তৃতি সরকারের অন্যতম লক্ষ্য।

আইন সংশোধনের তথ্য

বর্তমান সরকার নিবন্ধনের আওতা বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে বিদ্যমান ভ্যাট আইনে সংশোধন করেছে। এখন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ টাকার অধিক হলেই ভ্যাট নিবন্ধন নিতে হবে।

Link copied!

সর্বশেষ :