বাংলাদেশ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হবে: নানক

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০৬:৩৮ পিএম

পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হবে: নানক

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশে সব প্লাস্টিক ব্যাগ বন্ধ করা হবে। দেশের বাজারে পাটজাত পণ্যের বিক্রি বাড়াতে প্লাস্টিক বা পলিথিনের ব্যাগ নিষিদ্ধে যা যা করা দরকার, সবই করা হবে।বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ৪০তম সাধারণ সভায় এসব কথা বলেন মন্ত্রী।তিনি বলেন, পাট ও পাটজাত পণ্য নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে সরকার। তৈরি পোশাক খাতকে যেভাবে সহায়তা দেয়া হয়েছে পাটখাতকেও সেভাবে সহায়তা দেয়ার আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী পাটকে ২০২৩ সালে বর্ষপণ্য হিসেবে ঘোষণা দিয়েছেন উল্লেখ করে নানক বলেন,

পাটকে গার্মেন্টসের মতো শক্তিশালী পণ্য করতে যা যা করা দরকার সব কিছু করার প্রতিজ্ঞা প্রধানমন্ত্রী করেছেন। পাট শিল্পে বকেয়া ঋণ পরিশোধের জন্য ব্যবসায়ীদের সব ধরনের সুবিধা দেয়া হবে। পাটখাতকে উন্নত করতে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন তহবিল গঠন করা হবে।

তিনি আরও বলেন, দেশে সব প্লাস্টিক ব্যাগ বন্ধ করা হবে। বিদেশে পাটজাত পণ্যকে সমৃদ্ধ ও পরিচিত করতে ইতিমধ্যে বাংলাদেশের সবকটি দূতাবাসকে মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হয়েছে।মন্ত্রী বলেন, এতদিন বিকল্প খোঁজা হলেও এবার আমরা বিজ্ঞানী মোবারক হোসেনের হাত ধরে প্লাস্টিক ও পলিথিন ব্যাগের বিকল্প পেয়েছি। ডিসি সম্মেলনে আমি বলেছি, এখন থেকে চালকল থেকে শুরু করে অন্যান্য কারখানায় ৫০ কেজির ব্যাগগুলো যাতে কোনোভাবে প্লাস্টিকের না হয়। সেখানে যেন পাটের ব্যাগ ব্যবহার করা হয়। ডিসিরা জানিয়েছেন, তারা আমাদের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন।

 দেশে মাত্র ২৫-৩০ শতাংশ পাটবীজ আছে জানিয়ে নানক বলেন, বাকি পাটবীজ ভারত থেকে আনা হয়। এই বীজ ভালো সেটার নিশ্চয়তা কি? যারা প্রতিযোগী এ খাতে তারা কীভাবে আমাদের সহযোগী হবে সেটা বড় একটি প্রশ্ন।

 অবিলম্বে জুট কাউন্সিল গঠন করা হবে জানিয়ে তিনি আরও বলেন,

 

ব্যাংকিং খাতে যা যা সমস্যা আছে তার জন্য বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত আলোচনা করবো। মন্ত্রণালয়ে অনেক জিনিস জট বেঁধে আছে। পাট নিয়ে কাজ করে কৃষি মন্ত্রণালয়। আবার বস্ত্র নিয়ে কাজ করে বাণিজ্য মন্ত্রণালয়। এসব জট না খুললে সমাধান আসবে না।

যত কম সময়ে সমস্যা সমাধান করা যায় সেজন্য গত তিন মাস সবখানে ছুটে বেড়িয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি সবার সমস্যা শুনতে চেয়েছি। সমস্যা শুনে সমাধান করতে আমি সবসময় সচেষ্ট ছিলাম।এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহ-সভাপতি শমী কায়সার প্রমুখ।

 

Link copied!

সর্বশেষ :