বাংলাদেশ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

রোজার আগে আমিরাতে কমছে পেঁয়াজের দাম

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০৯:২৫ পিএম

রোজার আগে আমিরাতে কমছে পেঁয়াজের দাম

পেঁয়াজ। ছবি : সংগৃহীত

রোজার আগে সংযুক্ত আরব আমিরাতে কমছে পেঁয়াজের দাম। ভারত রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় দেশটিতে পেঁয়াজের দাম ২০ শতাংশ কমবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে খালিজ টাইমস।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বাড়ার পর ২০২৩ সালের ডিসেম্বরে এ পণ্য রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ওই সময় ঘোষণা দেওয়া হয় ২০২৪ সালের মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর আরব আমিরাতে প্রতি কেজি পেঁয়াজ গড়ে ১ দশমিক ৫ দিরহাম থেকে ২ দিরহাম পর্যন্ত বৃদ্ধি পায়। তবে গত সপ্তাহ থেকে এই দাম ১ দিরহামের নিচে নেমে আসে। ভারতের বদলে তুরস্ক, ইরান এবং চীন থেকে পেঁয়াজ আমদানি শুরু করে আমিরাত।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের মূল্য তদারকি খাতের সহকারী সচিব আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি বলেন, “যদি পেঁয়াজ সরবরাহ নিয়ে কোনো সমস্যা হয়, বিশেষ করে ভারত থেকে, এ বিষয়টি মাথায় রেখে আমরা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি।”কয়েক বছর আগে একটি অর্থনৈতিক চুক্তি করে ভারত ও আরব আমিরাত। এই চুক্তি অনুযায়ী, পেঁয়াজ ছাড়াও অন্যান্য পণ্য রপ্তানির সিদ্ধান্ত নেয় আমিরাত।

Link copied!

সর্বশেষ :