দুপুরের তপ্ত রোদ। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের ফুটপাতে মানুষের দীর্ঘ সারি। কারও মাথায় ছাতা। যাঁদের সঙ্গে ছাতা নেই, তাঁরাও হাতে থাকা ব্যাগ দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন। লাইন থেকে বেশ সামনের দিকে এগিয়ে গেলে চোখে পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সীমানাপ্রাচীরের ভেতর চৌকি পেতে বিক্রি করা হচ্ছে গরুর মাংস। দাম প্রতি কেজি ৫৫০ টাকা।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার কম দামে মাংস বিক্রি করা হচ্ছে। বাজারের তুলনায় কম দামে বিক্রি হওয়ায় সেখানে ক্রেতাদের দীর্ঘ সারি। ভিড় নিয়ন্ত্রণের জন্য সীমানাপ্রাচীর ঘিরে বাঁশের প্রবেশপথ তৈরি করা হয়েছে। সেই পথে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৫৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির কার্যক্রম ২১ মার্চ শুরু হয়েছে। দিনে দুই থেকে তিনটি গরু জবাই করা হচ্ছে। একজন ক্রেতা এক কেজি মাংস কিনতে পারবেন। রোজার মাসজুড়ে এ কার্যক্রম চলবে।
মাংস বিক্রির চৌকির সামনে দেখা যায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল হককে। তিনি জানান, আজ তিনটি গরু জবাই করা হয়েছে। প্রত্যেকের কাছে এক কেজি করে মাংস বিক্রি করা হবে। রোজার মাসজুড়েই প্রতিদিন এ কার্যক্রম চলবে। জেলা প্রশাসকের পক্ষ থেকে সরাসরি খামারের গরু কিনে এনে জবাই করা হবে। ৫৫০ টাকা কেজি দরে বিক্রি করায় কিছু ভর্তুকিও দিচ্ছে জেলা প্রশাসন।
মাংস বিক্রির সারিতে ছিলেন এক বয়স্ক লোক। তিনি জানান, দুপুর ১২টার দিকে মাংস বিক্রি শুরু হয়েছে। তবে তিনি সকাল ১০টার দিকে ওই এলাকায় গিয়ে অবস্থান নেন। দুপুর ১২টার আগেই দীর্ঘ লাইন পড়ে। সামনে ঈদ। পরিবারের জন্য কয়েক কেজি গরুর মাংস লাগবে। এখন বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম ৭৫০ টাকা। ঈদের আগে দাম আরও বেড়ে যেতে পারে। এখান থেকে মাংস কিনতে পারলে কিছু টাকা সাশ্রয় হবে।
এদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগেও কম দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। গত সোমবার এই কার্যক্রম শুরু হয়েছে। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রতি সোম ও মঙ্গলবার টাউন হল মাঠে মাংস বিক্রি করা হচ্ছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কম দামে মাংস বিক্রির জন্য সিটি করপোরেশন ভর্তুকি দিচ্ছে।
আপনার মতামত লিখুন :