বাংলাদেশ রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

ভারতের শীর্ষ শিল্পপতি রতন টাটা আর নেই

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৮:৪১ এএম

ভারতের শীর্ষ শিল্পপতি রতন টাটা আর নেই

রতন টাটা। ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

রতন টাটা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে যেতেন। ৭ অক্টোবর সকালে খবর ছড়ায় যে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন খবরটি ভুল এবং আরও জানান যে তিনি সুস্থ আছেন। কিন্তু বুধবার ভারতীয় গণমাধ্যমগুলো আবারও জানায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। শেষমেশ সেই দিন রাতেই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

রতন টাটা ১৯৯১ সালে পূর্বপুরুষদের রেখে যাওয়া টাটা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১২ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর নেতৃত্বে টাটা গ্রুপের আয় ৪০ গুণ বৃদ্ধি পায় এবং লাভ ৫০ গুণ বেড়ে যায়। তাঁর সময়কালে টাটা গ্রুপ বিশ্বব্যাপী প্রসারিত হয়। ধীরে ধীরে টাটা গ্রুপ ভারতের জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপ আন্তর্জাতিকভাবে বিশাল সাফল্য অর্জন করে। বিশেষ করে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) বিশ্বে অন্যতম শীর্ষ আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। টাটা মোটরস এবং ন্যানো গাড়ি প্রজেক্টের মাধ্যমে মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী গাড়ির ধারণা উদ্ভাবিত হয়। তাঁর অধীনে টাটা মোটরস ২০০৮ সালে জাগুয়ার ল্যান্ড রোভার কিনে নেয় এবং ২০০৭ সালে টাটা স্টিল কোরাস কিনে নেয়ার মাধ্যমে শীর্ষস্থানীয় ইস্পাত নির্মাতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। এছাড়াও টাটা টেলিসার্ভিসেস এবং টাটা ইন্ডিকম প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের টেলিকম সেক্টরে টাটা গ্রুপ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছায়।

রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশ-বিদেশের অসংখ্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

 

Link copied!

সর্বশেষ :