ঈদুল ফিতরের ছুটিতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে আগামী ছয় দিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারীদের পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় আমদানি-রপ্তানি বন্ধের এ সিদ্ধান্ত হয়। বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ এপ্রিল সকাল থেকে যথারীতি আগের মতো দুই দেশের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ প্রথম আলোকে বলেন, এই ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো প্রকার পণ্য আমদানি-রপ্তানি করা হবে না। তবে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত ভারত থেকে ৮৬৬১ মেট্রিক টন পণ্য নিয়ে যে ২০৮টি গাড়ি বন্দরে প্রবেশ করেছে, শুধু সেই গাড়িগুলো পণ্য খালাস করে ভারতে ফেরত যাবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল প্রথম আলোকে বলেন, ঈদুল ফিতরের ছুটিতে অনেক বাংলাদেশি ভারতে ভ্রমণে ও চিকিৎসা নিতে যান। সেই সঙ্গে ভারতীয় অনেক নাগরিকও বাংলাদেশে বেড়াতে আসেন। ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।
আপনার মতামত লিখুন :