বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

অবশেষে সরকারি অনুমোদনে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৪:৪৪ পিএম

অবশেষে সরকারি অনুমোদনে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে

সরকারি অনুমোদনে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে

আগামী ৮ অক্টোবর শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ উৎসব দুর্গোৎসব। এই উৎসব কে সামনে রেখে ইলিশ চেয়ে ভারত থেকে অসংখ্য আবেদন জমা হয়েছে বানিজ্য মন্ত্রণালয়ে। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার নির্ধারিত শর্তাবলি পূরন সাপেক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানি সংক্রান্ত আদেশ জারি করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে আরো বলা হয়েছে যাঁরা আগেই ইলিশ মাছ রপ্তানির জন্য আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন আবেদনের ক্ষেত্রে রপ্তানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। এমনকি এই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না।

টানা পাঁচ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রায় পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানা গেছে। যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এর বক্তব্যে উঠে এসেছিলো বাংলাদেশও দুর্গোৎসব পালন করে। দেশে ইলিশের চাহিদা বিবেচনায় চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি করা হবে না।  

তবে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছে। পরবর্তীতে বিষয়টি উপ-হাইকমিশন বাংলাদেশ বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবগত করলে তারা বিবেচনা করে ভারতে ইলিশ রপ্তানি করার সিদ্ধান্তে উপনীত হন।

 

 

 

Link copied!

সর্বশেষ :