বাংলাদেশ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

একদিন না পেরুতেই বাড়ানো হলো স্বর্ণের দাম

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ১২:৫৭ এএম

একদিন না পেরুতেই বাড়ানো হলো স্বর্ণের দাম

স্বর্ণের দাম ফের বাড়িয়েছে বাজুস

দাম কমানোর ২৪ ঘণ্টা না পেরুতেই ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বোচ্চ মানের (২২ ক্যারেট) স্বর্ণে ভরিতে দাম বাড়ানো হয়েছে ৬৩০ টাকা। তাতে এই মানের স্বর্ণের দাম এখন ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। নতুন দাম নির্ধারণ করেছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এক বিবৃতিতে বাজুস জানিয়েছে, দেশীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় জুয়েলারিতেও দাম বাড়ানো হয়েছে। রবিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকেই এ দাম কার্যকর।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৩০ টাকা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম ৬০৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৪ টাকা করা হয়েছে।

এদিকে ১৮ ক্যারেট মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ৫১৩ টাকা বাড়িয়ে ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ৪২০ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৬৬২ টাকা নির্ধারণ করেছে বাজুস।

চলতি মাসে ৬ এপ্রিল, ৯ এপ্রিল ও ১৮ এপ্রিল টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। তাতে ২২ ক্যারেট মানের স্বর্ণের ভরিতে দাম উঠেছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। তাতে দেশের বাজারে স্বর্ণের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন দামের রেকর্ড সৃষ্টি হয়।

টানা তিন দফায় ৪৫৬০ টাকা বাড়িয়ে ২০ এপ্রিল (শনিবার) দাম কমানো হয় ৮৪০ টাকা। তাতে ২২ ক্যারেটের এক ভরির দাম দাঁড়ায় ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। দাম কমানোর ২৪ ঘণ্টা না পেরুতেই ফের ৬৩০ টাকা বাড়িয়েছে বাজুস।

অবশ্য স্বর্ণের গহনা কিনতে আরও বেশি অর্থ গুনতে হবে ক্রেতাদের। কারণ বাজুস নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যুক্ত করে স্বর্ণের গহনা বিক্রি হয়। তার সঙ্গে প্রতি ভরিতে মজুরি ধরা হয় ৩ হাজার ৪৯৯ টাকা। এতে নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ১ লাখ ২৯ হাজার ১১৯ টাকা গুনতে হবে ক্রেতাকে।


 

Link copied!

সর্বশেষ :