আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ব্যবসায়ী সংগঠনগুলো কী প্রস্তাব দেবে, তা নিয়ে চেম্বার ও খাতভিত্তিক সংগঠনগুলোর প্রধানদের সঙ্গে প্রাক্-বাজেট মতবিনিময় সভা করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আমদানি শুল্ক, আয়কর, মূসক, অন্যান্য কর–সম্পর্কিত প্রস্তাব ও সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে এই সভায়। আজ শনিবার দুপুর ১২টায় এফবিসিসিআইয়ের পর্ষদ কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য এফবিসিসিআইয়ের বাজেট প্রস্তাব প্রণয়নের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন চেম্বার ও সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব এসেছে, যেগুলো যাচাই-বাছাই করে এফবিসিসিআইয়ের প্রস্তাবে অন্তর্ভুক্তির কার্যক্রম চলছে। পাশাপাশি বাজেট প্রস্তাব নিয়ে এফবিসিসিআই গঠিত বিশেষজ্ঞ দল কাজ করছে বলেও জানান তিনি। খবর বিজ্ঞপ্তি
এ ছাড়া এফবিসিসিআইয়ের আয়কর, আমদানি শুল্ক ও মূসকবিষয়ক মৌলিক প্রস্তাব নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, মূসক ও শুল্কবিষয়ক বাজেট টাস্কফোর্সে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন মাহবুবুল আলম।
মাহবুবুল আলম বলেন, দেশের জাতীয় অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়ালেও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকট চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। করোনা–পরবর্তী দীর্ঘমেয়াদি প্রভাব, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ও মধ্যপ্রাচ্য সংকট প্রভৃতি ও এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সংহত করা জরুরি।
আপনার মতামত লিখুন :