বাংলাদেশ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

আধা ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বাড়ল ৩৭ পয়েন্ট

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪, ১০:২৭ এএম

আধা ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বাড়ল ৩৭ পয়েন্ট

রমজান মাসে নতুন সময়সূচিতে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে। সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে লেনদেনের প্রথম আধা ঘণ্টা পার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আর এসময় ডিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি টাকা।

সোমবার (৮ এপ্রিল) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩৭ দশমিক ৬৩ পয়েন্ট। আর অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬ দশমিক ২৬ পয়েন্ট বেড়েছে।

 ঢাকা স্টক এক্সচেঞ্জ

ডিএসইর তথ্যমতে, সোমবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩৩ দশমিক ৭৫ পয়েন্টে। এদিকে ডিএস-৩০ সূচক ৮ দশমিক ২৩ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ২৩ দশমিক ১৬ পয়েন্ট ও ১ হাজার ২৭৩ দশমিক ৬৫ পয়েন্টে।

 এ সময় ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২৩৩টির কোম্পানির শেয়ারের, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি।এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।

 চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
 

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১৬ দশমিক ২৬ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৯ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৬৩০ দশমিক ৭৩ পয়েন্টে ও ১০ হাজার ৩ দশমিক ৫৫ পয়েন্টে।এছাড়া সিএসআই ও সিএসই-৫০ সূচক বেড়েছে ১ দশমিক ৩৪ পয়েন্ট ও শূন্য দশমিক ১০ পয়েন্ট। সূচক অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৬ দশমিক ২৬ পয়েন্টে ও ১ হাজার ১৮৯ দশমিক ২৪ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক অবস্থান করছে ১২ হাজার ৭১২ দশমিক ৯৪ পয়েন্টে। সূচকটি এখনও ওঠা-নামা করেনি।

 এ সময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৪ লাখ ৪৯ হাজার টাকার।

 লেনদেন হওয়া ১২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১টি কোম্পানি শেয়ারের ও কমেছে ১টির।

Link copied!

সর্বশেষ :