বাংলাদেশ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

অনিল অম্বানির দুই ছেলেকে চেনেন? কী করেন, কত টাকার মালিক?

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৪:১৭ পিএম

অনিল অম্বানির দুই ছেলেকে চেনেন? কী করেন, কত টাকার মালিক?

দুই ছেলের সঙ্গে অনিল অম্বানি

মুকেশ অম্বানির ছেলে-মেয়ে, আকাশ, ইশা এবং অনন্ত সম্পর্কে অনেক কথা জানা গেলেও, অনিল অম্বানি এবং টিনা অম্বানির দুই ছেলে, জয় আনমোল অম্বানি এবং জয় আনশুল অম্বানি সম্পর্কে বিশেষ চর্চা হয় না। দুই ছেলেকেই প্রায়শই তাঁদের বাবা-মায়ের সঙ্গে দেখা যায়। অনন্ত আম্বানির প্রাকবিবাহের অনুষ্ঠানে দুই ভাইকে নিজের হাতে নিজেদের মালপত্র বহন করতে দেখা গিয়েছিল।

 

মুম্বই: বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী পরিবার হল মুকেশ অম্বানি পরিবার। সম্প্রতি, গুজরাটের জামনগরে মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির ৩ দিনের প্রাকবিবাহের অনুষ্ঠান ছিল। ১০০০ কোটি টাকার সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সারা বিশ্বের তাবড় বিশিষ্ট জনরা। সোশ্যাল মিডিয়া জুড়ে এখনও ছড়িয়ে রয়েছে সেই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি। অম্বানি পরিবারের বিলাসবহুল জীবনধারা, ব্যবসায়িক লেনদেন এবং জনহিতকর কাজকর্ম নিয়ে নিয়মিত চর্চা চলে। তবে, এক সময় মুকেশ অম্বানির থেকে লাইমলাইটে বেশি দেখা যেত তাঁর ভাই অনিল অম্বানিকে। সেই সময় বিশ্বের ধনকুবেরদের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন তিনি। সম্পদের পরিমাণ ছিল ১.৮৩ লক্ষ কোটি টাকারও বেশি। কিন্তু, সেই জায়গা থেকে মুখ থুবড়ে পড়েছেন তিনি। কয়েক বছর আগে, অনিল অম্বানি নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করেছিলেন। সবসময় প্রচারের আলোকবৃত্তে থাকা মানুষটিকে আজকাল খুব একটা প্রকাশ্যে দেখা যায় না। তাঁর পরিবারও লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করে।

আর তাই মুকেশ অম্বানির ছেলে-মেয়ে, আকাশ, ইশা এবং অনন্ত সম্পর্কে অনেক কথা জানা গেলেও, অনিল অম্বানি এবং টিনা অম্বানির দুই ছেলে, জয় আনমোল অম্বানি এবং জয় আনশুল অম্বানি সম্পর্কে বিশেষ চর্চা হয় না। দুই ছেলেকেই প্রায়শই তাঁদের বাবা-মায়ের সঙ্গে দেখা যায়। অনন্ত আম্বানির প্রাকবিবাহের অনুষ্ঠানে দুই ভাইকে নিজের হাতে নিজেদের মালপত্র বহন করতে দেখা গিয়েছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর চর্চাও হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই দুই স্বল্প পরিচিত অম্বানি ভাইদের সম্পর্কে।

১৯৯১ সালের ১২ ডিসেম্বর, মুম্বইয়ে জন্মেছিলেন অনিল আম্বানির বড় ছেলে, জয় আনমোল অম্বানি। তিনি মুম্বাইয়ের বিখ্যাত ‘ক্যাথেড্রাল অ্যান্ড জনস কনভেন্ট স্কুল’ থেকে তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন। পরবর্তী শিক্ষার জন্য, তিনি ব্রিটেনের ‘সেভেন ওকস স্কুলে’ ভর্তি হয়েছিলেন। পড়াশোনার পাশাপাশি, খুব অল্প বয়সেই কাজ করাও শুরু করে দিয়েছিলেন আনমোল। মাত্র ১৮ বছর বয়সেই তিনি রিলায়েন্স মিউচুয়াল ফান্ডে ইন্টার্নশিপ করেছিলেন।

পড়াশোনা শেষ করে রিলায়েন্স মিউচুয়াল ফান্ডেই পূর্ণ সময়ের কাজ শুরু করেন তিনি। ২০১৭ সাল থেকে তিনি রিলায়েন্স ক্যাপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে আছেন। ২০১৮ সালের এপ্রিলে রিলায়েন্স নিপ্পন এবং রিলায়েন্স হোমের বোর্ডেও যোগদান করেন। ২০২২-এ, নিকুঞ্জ এন্টারপ্রাইজেস লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান তথা এমডি, প্রয়াত নিকুঞ্জ শাহের মেয়ে ক্রিশা শাহর সঙ্গে বিয়ে হয় আনমোলের। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০,০০০ কোটি টাকা।


অন্যদিকে, অনিল অম্বানির ছোট ছেলে, জয় আনশুল অম্বানিও পড়াশোনা করছেন মুম্বইয়ের ‘ক্যাথেড্রাল অ্যান্ড জনস কনভেন্ট স্কুলে’ই। এরপর তিনি বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রী অর্জন করেন তিনি আমেরিকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ‘স্টার্ন স্কুল অব বিজনেস’ থেকে। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, জয় আনশুলের বিলাসবহুল গাড়ির শখ রয়েছে। তাঁর সংগ্রহে রয়েছে, মার্সিডিজ জিএলকে৩৫০, লাম্বোর্গিনি গালার্দো, রোলস রয়েস ফ্যান্টম, রেঞ্জ রোভার ভোগ এবং লেক্সাস এসইউভি-র মতো নামী-দামি গাড়ি। এছাড়া, তাঁর সংগ্রহে আছে বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেস এক্সআরএস, বেল ৪১২ হেলিকপ্টার, ফ্যালকন ২০০০ এবং ফ্যালকন ৭এক্স-সহ বেশ কয়েকটি এয়ারক্র্যাফ্ট।

বর্তমানে তিনি তাঁর বাবা ও দাদার সঙ্গে রিলায়েন্স ক্যাপিটালে কাজ করছেন। শিগগিরই তিনি রিলায়েন্স মিউচুয়াল ফান্ড এবং রিলায়েন্স ক্যাপিটালে গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযয়ী, তিনি অন্তত ২০০০ কোটি টাকার মালিক। জেঠু, মুকেশ অম্বানি এবং জ্যাঠতুতো ভাই-বোন, আকাশ, অনন্ত এবং ইশা অম্বানির সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে শোনা যায়।

Link copied!

সর্বশেষ :