গার্মেন্টস সেক্টরে মালিক-শ্রমিক সমন্বয়ে কোনো সমস্যা ছাড়াই ঈদের বেতন-বোনাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।
সোমবার (৮ এপ্রিল) বিজিএমইএ কমপ্লেক্সে কেন্দ্রীয় তহবিল থেকে পোশাকশিল্প শ্রমিকদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ, চিকিৎসা সহায়তা ও শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তায় চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এবার মালিক-শ্রমিক সমন্বয়ে কোনো সমস্যা ছাড়াই পোশাক শ্রমিকদের ঈদের বেতন-বোনাস দেয়া হয়েছে। ঈদের পরে পোশাক শ্রমিকদের রেশন কার্ডের বিষয়ে কর্মপরিকল্পনা করা হবে।
শ্রমিকদের রেশনিংয়ের ব্যবস্থার দাবি জানিয়ে নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ৫ বছর পর ইনফ্লাসান রেট ঠিক করে শ্রমিকদের ইনক্রিমেন্ট নির্ধারণ করতে একটি নীতিমালা প্রয়োজন।
আরও পড়ুন: ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার দাবি
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এসএম মান্নান কচি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী বেতন বাড়ালেও পোশাকের দাম বাড়ছে না। নিয়মিত দরপতন হচ্ছে। শ্রমিকদের নিরাপত্তা খাতে অনেক খরচ করা হচ্ছে।পোশাক খাতের জন্য বাংলাদেশ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ উল্লেখ করে তিনি বলেন, শতভাগ ফ্যাক্টরি কম্পলায়েন্স এর মধ্যে করা হয়েছে। কেন্দ্রীয় তহবিলে ১৫০ কোটি টাকা দেয়া হয়েছে।
শ্রমিকদের জন্য ফুড রেশনিং ও ডরমেটরি নির্মাণের দাবি জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিকদের শতভাগ বেতন-বোনাস দিয়ে ঈদের ছুটি দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :