‘শেরনি’, ‘জলসা’, ‘শকুন্তলা দেবী’, ‘নিয়ত’—এসব ছবিতে অন্য ধারার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে। দীর্ঘদিন পর আবার রোমান্টিক চরিত্রে ফিরতে চলেছেন অভিনেত্রী বিদ্যা বালান। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ছবি ‘দো অউর দো প্যায়ার’।
আজ বৃহস্পতিবার শীর্ষ গুহঠাকুরতা পরিচালিত ‘দো অউর দো প্যায়ার’ ছবির টিজার মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে চলেছে শীর্ষ গুহঠাকুরতার। ‘দো অউর দো প্যায়ার’ ছবিতে বিদ্যা ছাড়া আছেন ইলিয়েনা ডি’ক্রুজ, প্রতীক গান্ধী, সেন্থিল রামমূর্তি। রোমাঞ্চে ভরপুর এই ছবি। ছবির টিজারে দেখে গেছে, বিদ্যা আর ইলিয়েনা এক রোমাঞ্চকর ভ্রমণে বের হয়েছেন। আর বিদ্যার চরিত্রটি বেশ সাহসী।
সেন্থিল রামমূর্তির সঙ্গে তাঁর অনস্ক্রিন রোমান্স এখনই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। দীর্ঘদিন পর বিদ্যাকে রোমান্টিক চরিত্রে দেখে তাঁর অনুরাগীরা রীতিমতো উৎফুল্ল। নেট–দুনিয়ায় ‘দো অউর দো প্যায়ার’ ছবির টিজার নিয়ে আলোচনা হচ্ছে। অনেকের মতে বিদ্যার এই ছবি বক্স অফিসে ভালো সফলতা পাবে।
গত বছর মুক্তি পেয়েছিল বিদ্যা অভিনীত রহস্য-রোমাঞ্চধর্মী ‘নিয়ত’। এই ছবি বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল। তাই এখন ভক্তরা ‘দো অউর দো প্যায়ার’ ছবিকে ঘিরে দারুণ আশাবাদী। ছবিটি আগামী ১৯ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে।
আপনার মতামত লিখুন :