বাবা হয়েছেন সদ্য রুপালি পর্দার আলোচিত ‘টুয়েলভথ ফেল’ এর ‘আইপিএস মনোজ’ চরিত্রে অভিনয় করা বিক্রান্ত ম্যাসি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শীতল ঠাকুর। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর নিজেই জানিয়েছেন বিক্রান্ত এবং শীতল। দু`জনে একসঙ্গে একটি পোস্ট করেছেন।
সন্তানের জন্মের তারিখ (৭ ফেব্রুয়ারি) লিখে সোশ্যাল হ্যান্ডেলে তারা জানান, ‘আমরা আজ এক হয়েছি। আমাদের কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালবাসায় ভাসছি আমরা দুজন।’ বিক্রান্তদের এই পোস্ট দেখে বহু মানুষ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তারকা থেকে শুরু করে সাধারণ ভক্ত, শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে তাদের পোস্ট ঘিরে।
২০২২ সালে অভিনেত্রী শীতলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বিক্রান্ত। বলিউডে তারা দু’জনেই পরিচিত নাম। বিক্রান্ত ওটিটির পর্দায় দীর্ঘ দিন ধরেই প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি ‘টুয়েলভথ ফেল’ তাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত খ্যাতি এবং জনপ্রিয়তা। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনকাহিনি তিনি নিখুঁত দক্ষতায় পর্দায় ফুটিয়ে তুলেছেন।
আপনার মতামত লিখুন :