টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ২০১৮ সালের মে মাসে ভালোবেসে বিয়ে করেছিলেন নির্মাতা রাজ চক্রবর্তীকে। ২০২০ সালের ১২ই সেপ্টেম্বর তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান ইউভান। ছেলে বড় হতে না হতেই দ্বিতীয় বার মা-বাবা হন রাজ শুভশ্রী দম্পতি। ২০২৩ সালের ৩০শে নভেম্বর জন্ম হয় কন্যা ইয়ালিনির। তবে ছেলের মুখ প্রকাশ্যে আনলেও মেয়েকে রেখেছিলেন আড়ালেই।
অবশেষে গত ১১ই সেপ্টেম্বর প্রথমবার দশমাস বয়সী ইয়ালিনির ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী। ছবিতে আদুরে ইয়ালিনি হেলিয়ে আছে দাদা ইউভানের কোলে। এছাড়াও নিজের ইন্সটাগ্রামে মা-মেয়ের ফটোশ্যুটের কিছু আদুরে ছবিও শেয়ার করেন তার ভক্তদের সাথে। ইউভানের জন্মদিনের ছবিতেও দেখা যায় ছোট্ট ইয়ালিনিকে।
এর আগে শুভশ্রী মেয়ের ছোট্ট হাতের মুঠি,পায়ের ছবি কিংবা চুলের ঝুঁটির মতো ছোটছোট মুহূর্ত শেয়ার করে ভক্তদের অধীর আগ্রহে অপেক্ষা করাচ্ছিলেন। মিষ্টিমুখের ইয়ালিনিকে দেখে ভক্তরা বেজায় খুশি। কেউ কেউ বলছেন ইয়ালিনি ঠিক তার মায়ের মতই মিষ্টি দেখতে হয়েছে।
বর্তমানে দুই সন্তান ও স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন শুভশ্রী, পাশাপাশি চলছে অভিনয়ও। মুক্তির অপেক্ষায় আছে শুভশ্রীর পরবর্তী সিনেমা ‘বাবলি’, যেখানে তিনি জুটি বেঁধেছেন আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে।
আপনার মতামত লিখুন :