বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের ‘রাজকুমার’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৭:০৬ পিএম

ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের ‘রাজকুমার’

আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রাজকুমার। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। ভার্সেটাইল মিডিয়ার সিনেমাটি প্রযোজনা করেছেন। এতে শাকিব খানের নায়িকা আমেরিকান অভিনেত্রী ও মডেল কোর্টনি কফি। ইতোমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। সুপারস্টার শাকিব খান জানিয়েছেন ঈদে মুক্তি পাবে ‘রাজকুমার’।  সোমবার (১১ মার্চ) শাকিব খান তার ফেসবুকে লিখেন, #Rajkumar coming this Eid-ul-Fitr!

সিনেমাটি নিয়ে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘এমন এমন লোকেশনে, এমন এমন আয়োজনে “রাজকুমার”–এর শুটিং হয়েছে, যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধু নিউইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক আমেরিকান পেশাদার কলাকুশলী কাজ করেছেন, সঙ্গে বাংলাদেশের টিম তো ছিলই। বাংলাদেশি চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় “হোম অ্যালোন ”, “জন উইক ২”, “স্পাইডার–ম্যান”–এর মতো সিনেমার লোকেশন দেখতে পাবেন “রাজকুমার” সিনেমায়।’

হিমেল আশরাফ আরও বলেন ‘একটা গানের সুন্দর চিত্রায়ণের জন্য মুম্বাইয়ের আদিল শেখের মতো কোরিওগ্রাফারকে আমরা নিউইয়র্কে নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতো কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাইয়ে, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খলনায়ক ও ফাইটারদের। ‍সিনেমার গান, লোকেশন, অভিনেতা–অভিনেত্রীসহ এমন কিছু চমক আছে, যা প্রেক্ষাগৃহে এলেই চমকে দেবে সবাইকে...।’হিমেল জানান, ‘রাজকুমার’ ছবিটি তিনি এমনভাবে বানিয়েছেন, যা বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমাকে এক ধাপ এগিয়ে নেবে।  হিমেল বলেন , ‘“প্রিয়তমা” সিনেমার ঘোষণা দিতে গিয়ে লিখেছিলাম, “প্রিয়তমা আসছে, ইতিহাস বদলে দিতে।” “প্রিয়তমা” বাংলা সিনেমার অনেক ইতিহাস নতুন করে লিখিয়েছে। আজ বলে যাই, “রাজকুমার” ছবিটি “প্রিয়তমা”কে ছাড়িয়ে যাবে, ছাড়িয়েও অনেক দূর যাবে…বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে “রাজকুমার” দিয়ে।’

Link copied!

সর্বশেষ :