বাংলাদেশ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শাহবাজ সানীর অকাল মৃত্যুতে শোকের ছায়া,হার্ট অ্যাটাকেই প্রয়াণ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১০:৫৪ এএম

শাহবাজ সানীর অকাল মৃত্যুতে শোকের ছায়া,হার্ট অ্যাটাকেই প্রয়াণ

দেশের ছোট পর্দার প্রতিভাবান অভিনেতা শাহবাজ সানীর অকাল প্রয়াণে শোকাহত পুরো শোবিজ অঙ্গন। রোববার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই তরুণ অভিনেতা।

সোমবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জনপ্রিয় এই অভিনেতা তার অভিনয় গুণে অল্প সময়েই দর্শকের প্রিয় হয়ে উঠেছিলেন। তার ঘনিষ্ঠদের মতে, মৃত্যুর আগে সানী ছিলেন পুরোপুরি সুস্থ। কিন্তু হার্ট অ্যাটাকই তাকে না ফেরার দেশে নিয়ে যায়।

সানীর মৃত্যুতে পরিচালক নাজমুল হুদা ইমন এক ফেসবুক পোস্টে লেখেন, "শাহবাজ সানী আমাদের ছেড়ে চলে গেছেন। কারণ ছিল হার্ট অ্যাটাক। আল্লাহ জান্নাত নসিব করুন, আমিন।"

নির্মাতা হাসিব হোসাইন রাখি লিখেছেন, "আহারে জীবন। রাত ৩টা ৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানী।"

সোমবার সকালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার মৃত্যুর খবর জানিয়ে লেখেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।”

শাহবাজ সানী তার অভিনয় জীবন শুরু করেন নির্মাতা ইমরাউল রাফাতের "কাছে আসার পর" নাটক দিয়ে। নাটকটির মাধ্যমে তিনি নির্মাতাদের নজরে আসেন এবং দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। চরিত্রাভিনেতা হিসেবে যাত্রা শুরু করলেও দ্রুতই তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

শাহবাজ সানীর অকাল মৃত্যুতে শোকের ছায়া,হার্ট অ্যাটাকেই প্রয়াণ

২০১৮ সালে "আব্দুল্লাহ" নাটকে তিনি প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। নাটকটি পরিচালনা করেছিলেন গোলাম কিবরিয়া ফারকী। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে "ম্যাচ মেকার," "আহারে মন," "তুমি আছো হৃদয়ে," এবং “আনারকলি।”

শোবিজ অঙ্গনের সহকর্মীরা তাকে নিয়ে নানা স্মৃতিচারণ করছেন। তার এক সহকর্মী বলেন, “সানী ছিলেন অত্যন্ত মেধাবী এবং আন্তরিক একজন মানুষ। তার মতো একজন প্রতিভাবান অভিনেতার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

শাহবাজ সানীর অকাল প্রয়াণ তার ভক্ত ও পরিবারের জন্য একটি বড় ধাক্কা। চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাক আকস্মিকভাবে তাকে মৃত্যু পথে নিয়ে গেছে। তার পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, মৃত্যুর আগে তিনি সুস্থ ছিলেন এবং কোনো অসুস্থতার কথা জানাননি।

তার জানাজা ও দাফনের আয়োজন নিয়ে তার পরিবার এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে সহকর্মী ও ভক্তরা তার জানাজায় অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন।

শাহবাজ সানীর মৃত্যুতে শোবিজ অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মীরা বলছেন, তিনি শোবিজ অঙ্গনে দীর্ঘ সময় ধরে কাজ করলে আরও অনেক বড় সফলতা অর্জন করতে পারতেন। তার অকাল মৃত্যুতে বাংলা নাটকের অঙ্গন একজন উদীয়মান প্রতিভা হারাল।

শাহবাজ সানীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তার ভক্ত ও সহকর্মীরা। তারা সানীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। অভিনেতার আকস্মিক প্রয়াণে বাংলা নাটকের জগতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

Link copied!

সর্বশেষ :