বলিউডের বিখ্যাত অভিনেতা দম্পতি পতৌদি নবাব সাইফ আলী খান ও কারিনা কাপুরকে ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা গেছে। প্রায় এক যুগ পর এই তারকা দম্পতিকে আবারও একই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলে গুঞ্জন উঠেছে৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই বিনোদন জগৎ এবং সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে।
উল্লেখ্য, দর্শকরা এর আগে ভারতীয় সিনেমা তাশান, কুরবান, LOC:কার্গিল এবং ওমকারার মতো ছবিতে সাইফ-কারিনা জুটিকে দেখেছেন। এই বিখ্যাত দম্পতিকে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেতে দেখা গিয়েছিল ২০১২ সালের `এজেন্ট বিনোদ` ছবিতে। আরও একবার তাদের একসঙ্গে দেখা যাবে শুনে ভক্তরাও উচ্ছ্বসিত।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাইফ আলি খান এবং কারিনা কাপুরকে একসঙ্গে দেখা যাবে হালের প্রশংসিত পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার আসন্ন `স্পিরিট` ছবিতে। পরিচালকের সর্বশেষ ছবি `এ্যানিমেল` কাপিয়েছিল বক্স অফিস। তাই এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি।
পরিচালক সন্দীপ রেড্ডি তার আসন্ন ছবি স্পিরিট-এর প্রি-প্রোডাকশন শুরু করেছেন। জানা গেছে, এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য দক্ষিণী সুপারস্টার প্রভাসকে বেছে নিয়েছেন পরিচালক। এই ছবিতে সাইফ-কারিনা জুটিকে খলচরিত্রে দেখা যাবে বলেও জানা গেছে। ছবিতে দুই খলনায়কের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে এই জুটি নিজেদেরকে পর্দায় জুটি হিসেবে দেখাতে আগ্রহী বলে জানিয়েছেন।
প্রভাসের সঙ্গে এটিই হবে পরিচালকের প্রথম ছবি। তবে নির্মাতারা ছবিটি সম্পর্কে এখনও কোনো প্রকার তথ্য প্রকাশ করেননি। গুঞ্জন রয়েছে আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে।
আপনার মতামত লিখুন :