আজ সোমবার ৪১ বছরে পা দিলেন আল্লু অর্জুন। জন্মদিনেই তিনি ভক্তদের একটি বিশেষ উপহার দিলেন। প্রকাশ্যে এল তাঁর আগামী ছবি ‘পুষ্পা ২’–এর টিজার।
আজ মুক্তি পাওয়া ১ মিনিট ৮ সেকেন্ডের টিজারে চমকে দিয়েছেন পর্দার ‘পুষ্পা’রূপী আল্লু অর্জুন। পায়ে ঘুঙুর, পরনে শাড়ি। গলায় দুলছে মালা। সারা গায়ে নীল রং মেখে আবার ধরা দিলেন ‘পুষ্পা’। আল্লু অর্জুন ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন। চলছে পূজা–অর্চনা। টিজারে তাঁকে নাচের ছন্দে অ্যাকশনও করতে দেখা যায়। আর শেষে পর্দায় ফুটে ওঠে, ‘দ্য রুল বিগিনস’। ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।
মাত্র চার ঘণ্টার মধ্যেই ছবিটির টিজারের প্রায় এক কোটি ভিউ হয়েছে। বোঝাই যাচ্ছে, ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা কতখানি। এর আগে গতকাল রোববার রাতে আল্লু অর্জুন তাঁর ছবির একটি নতুন পোস্টার করেন। সেখানে অভিনেতাকে রংচঙে একটি শার্টের সঙ্গে লুঙ্গি পরে কুড়ুল হাতে একটি সিংহাসনে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবিটির টিজার যে আজ মুক্তি পাবে, সেটা তিনি সেই পোস্টারেই ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :