বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

৭২ কোটি রুপি সম্পত্তি সঞ্জয় দত্তের নামে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৬:১২ পিএম

৭২ কোটি রুপি সম্পত্তি সঞ্জয় দত্তের নামে

ভারতের সুপারস্টার সঞ্জয় দত্তের প্রতি তার অনুরাগীদের ভালোবাসার কোনো সীমা নেই। সম্প্রতি এক অবাক করা খবর সামনে এসেছে, যেখানে এক অনুরাগী মৃত্যুর আগে নিজের ৭২ কোটি রুপি সম্পত্তি সঞ্জয় দত্তের নামে লিখে দিয়ে গিয়েছেন। যদিও সঞ্জয় কখনোই ওই নারীর সঙ্গে দেখা করেননি, তবে পর্দায় তাঁকে দেখে ওই নারী সঞ্জয়ের প্রতি ভক্তি অনুভব করতেন।

এটি ২০১৮ সালের ঘটনা, মুম্বাইয়ের বাসিন্দা ৬২ বছর বয়সী নিশা পাতিল, যিনি জটিল অসুখে ভুগছিলেন, মৃত্যুর আগে তাঁর সম্পত্তির ব্যাপারে একটি চিঠি রেখে যান। সঞ্জয় দত্তের নামে সম্পত্তি লিখে দেওয়ার প্রস্তাব তিনি একাধিকবার ব্যাংককে চিঠি পাঠিয়ে নিশ্চিত করেছিলেন। তবে, বিষয়টি জানার পর সঞ্জয় দত্ত অবাক হয়ে গিয়েছিলেন।

‘আমি তাঁকে চিনতামই না’

সঞ্জয় দত্ত এই পরিস্থিতি জানার পর কিছুটা স্তম্ভিত হয়েছিলেন। তবে, তিনি স্পষ্টভাবে জানান যে তিনি নিশা পাতিলকে ব্যক্তিগতভাবে চিনতেন না এবং তাঁর সম্পত্তি নেওয়ার কোনো পরিকল্পনা নেই। সঞ্জয়ের আইনজীবীও এ ব্যাপারে মন্তব্য করে বলেন, "এই সম্পত্তি নিতে অভিনেতার কোনো আগ্রহ নেই।" সঞ্জয় নিজে এক সাক্ষাৎকারে বলেন, "আমি এই সম্পত্তি নেব না। আমি তো নিশা পাতিলকে চিনতামই না। পুরো ঘটনায় আমি খুবই অভিভূত হয়েছি।"

৪০ বছর ধরে অভিনয়: ১৩৫টিরও বেশি সিনেমা

সঞ্জয় দত্ত গত ৪০ বছরেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন এবং ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনয়ের দ্যুতি হাজারো ভক্তদের মন জয় করেছে। তবে, তিনি কখনোই এই ধরনের অপ্রত্যাশিত উপহার বা সম্পত্তির জন্য একেবারেই আগ্রহী ছিলেন না।

Link copied!

সর্বশেষ :