নিজের চেহারায় আমূল পরিবর্তন এনে নেটপাড়ায় এখনও চর্চায় রয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। নেটিজেনদের ট্রলের শিকার হলেও অভিনেতার দাবি, অস্ত্রোপচার করেননি তিনি। এ নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে সম্প্রতি এ অভিনেতা নিজের চেহারার বদলেরও গোমর ফাঁস করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিশেষ এক সাক্ষাৎকারে রাজকুমার বলেন, আমি ওইদিন মেকআপ ছাড়া ছিলাম। যে কারণে ছবি দেখে অনেকেই মনে করেছেন, আমি অস্ত্রোপচার করেছি।রাজকুমার আরও বলেন, অস্ত্রোপচার আমি করিনি। এতে অনেক পয়সা খরচ হয়। ওত পয়সা আমার নেই। তাই ৮ বছর আগে একবার চিকিৎসকের পরামর্শে ফিলার করিয়েছিলাম।
চেহারা বদলের কারণ অস্ত্রোপচার নয় বলে দাবি করে বলেন, দর্শকদের জন নিজেকে ক্যামেরার সুন্দর করে তুলতে সেলিব্রেটিরা হরহামেশাই অস্ত্রোপচার করে। বিষয়টিকে আমি খারাপ বলে মনে করি না। সময়, সুযোগ আর টাকা হলে আমিও ভবিষ্যতে অস্ত্রোপচার করতে পারি। তবে এখন কোনো অস্ত্রোপচার করিনি শতভাগ জোর দিয়ে বলতে পারি।
প্রসঙ্গত, গত সপ্তাহ থেকেই রাজকুমারের নতুন লুকের চেহারা নিয়ে নেটপাড়ায় ট্রল শুরু হয়। গুঞ্জন উঠেছিল, সিনেমার একটি চরিত্রে অভিনয় করার জন্য নতুন এ লুক তৈরি করেছেন অভিনেতা। শিল্পপতি শ্রীকান্ত বোল্লার চরিত্র পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেই চেহারায় অস্ত্রোপচারের কারসাজি নায়কের। তবে বিষয়টিকে মিথ্যা বলে দাবি করেন রাজকুমার। তার ভাষায়, মুখে ৮ বছর আগে ফিলার করেছি, কোনো অস্ত্রোপচার করিনি।
আপনার মতামত লিখুন :