বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

মেট্রোরেলে দুই তরুণীর অশ্লীল অঙ্গভঙ্গি, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৯:২২ পিএম

মেট্রোরেলে দুই তরুণীর অশ্লীল অঙ্গভঙ্গি, ভিডিও ভাইরাল

মেট্রোরেলে ধারণ করা দুই তরুণীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, তারা হোলি উৎসব উপলক্ষ্যে একে-অপরের গায়ে রঙ মাখিয়ে দিচ্ছেন। তবে এতটুকু ঠিক থাকলেও, পরবর্তীতে ওই দুই তরুণীর অশ্লীল অঙ্গভঙ্গি লক্ষ্য করা যায়।

ভারতের রাজধানী দিল্লির মেট্রোরেলে এমন দৃশ্য দেখা যায়।মাইক্রো ব্লগিং সাইটে এক ব্যক্তি ভিডিওটি প্রকাশ করেছেন। ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন, “এসবের বিরুদ্ধে আমাদের দ্রুত আইন প্রয়োজন।”

৪৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ওই দুই তরুণী চিরাচরিত ভারতীয় শাড়ি পরে আছেন। তারা প্রথমে একে-অপরের মুখে রঙের গুঁড়ো মেখে দেন। এরপর অন্তরঙ্গ ভঙ্গিমায় সিনেমার নায়ক-নায়িকার গানের দৃশ্যের মতো একে অপরকে জড়িয়ে ধরেন। কাছাকাছি আসেন, দুজনে শুয়ে পড়েন মেট্রোতেই।

ওই সময় মেট্রোর অন্যান্য যাত্রীরা তাদের এসব কর্মকাণ্ড দেখছিলেন। সিটে বসে থাকা এক তরুণীকে অন্য দিকে মুখ ফিরিয়ে নিতেও দেখা যায়।ভিডিওটি ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনায় মুখর হন নেটিজেনরা। তারা বলেছেন, “এই দুই তরুণীর কর্মকাণ্ড অশালীন এবং ভারতীয় সংস্কৃতির পরিপন্থি। এসব বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।”

ভিডিওতে একজন মন্তব্য করেছেন, “আমি ভিডিওটি দেখেই বিব্রত হয়েছি। চিন্তা করুন পেছনে থাকা মানুষের অবস্থা কেমন হয়েছিল।”অপর একজন লিখেছেন, “এটি কি কোনো মেট্রোস্টেশন নাকি পথভ্রষ্ট করার জায়গা?

 

 

Link copied!

সর্বশেষ :