বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বিয়ের পর অভিনয় ছাড়তে চান পূজা চেরি!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ১২:২৭ পিএম

বিয়ের পর অভিনয় ছাড়তে চান পূজা চেরি!

পূজা চেরির জীবনে শোকের ছায়া নেমে এসেছে

সম্প্রতি অভিনেত্রী পূজা চেরির জীবনে শোকের ছায়া নেমে এসেছে। সে তার মাকে হারিয়েছে। তবে আসছে ঈদে তার নতুন ছবি লিপস্টিক পর্দায় আসবে। তার হৃদয় ভেঙে যাওয়ার পরে, পূজা মিডিয়ার সাথে কথা বলেন।

আদর আজাদ কামরুজ্জামান রোমান পরিচালিত লিপস্টিক চলচ্চিত্রে পূজার সঙ্গে অভিনয় করেছেন। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টাইটেল গান। ‍‍`বেসামাল‍‍` শিরোনামের গানটি গেয়েছেন স্নেহা ভট্টাচার্য। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন শওকত আলী ইমন। এই গানে নেচেছেন পূজা চেরি।

বুচি ঢাকার পাশের গ্রামের মেয়ে। তার চোখে নায়ক হওয়ার স্বপ্ন। লিপস্টিকের স্ক্রিপ্ট বুচির নায়িকা হওয়ার যাত্রার উপর ভিত্তি করে তৈরি। বুচির চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে পূজা বলেন, “অনেক গ্রামের মেয়েরাও বাস্তব জীবনে একই ধরনের ঘটনার মধ্য দিয়ে যায়। তারা বাংলা ছবি দেখতে ভালোবাসে।” সিনেমার রঙিন দুনিয়ায় কেউ কেউ নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন। তারা তাদের প্রিয় তারকাকে সামনাসামনি দেখে খুবই উচ্ছ্বসিত। এই সিনেমায় বুচি এমনই একজন নারী।

তিনি আরও বলেন, ‘সবাই আমাকে যেভাবে ভালোবাসা ও দোয়ায় রেখেছেন আমাকেও সেইভাবে রাখুন। আর আমার পরিবার যদি চায় আমি বিয়ের পর অভিনয় বন্ধ করে দিই, আমি তাই করব। তারপর দূর থেকে দেখব ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে।

Link copied!

সর্বশেষ :